April 18, 2025, 1:25 am

সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চষ্টো চলছে: দুলু

স্টাপ রিপোর্টার :
সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চষ্টো চলছে: দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সেনাবাহিনী দেশের মানুষের আশা ভরসারস্থল। একটি মহল এ বাহিনীকে দেশের জনগণের মুখোমুখি দাঁড় করানোর অপচষ্টো করছে। ৫ আগস্টের পর সংকটময় মুহূর্তে দেশের পুলিশ, প্রশাসনসহ বিভিন্ন বাহিনীর কার্যক্রম যখন স্থবির তখন দেশপ্রেমিক সেনাবাহিনী দেশের হাল ধরে।

রোববার বিকালে নাটোর সদরের হালসা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের ক্লান্তিলগ্নে সেনাবাহিনী সাত আট মাস ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অন্যায় অবিচার ও চাঁদাবাজি বন্ধে এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে অগ্রণী ভূমিকা পালন করছে। দেশের স্বাধীনতা সার্বভেৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

দুলু বলেন, যারা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে বিতর্কিত করছে। তারা আরেকটি ১/১১ আনতে চায়। আবারো ১/১১ ফিরে এলে সবচেয়ে বেশি ক্ষতি হবে রাজনৈতিক দলগুলো। দেশের মানুষ কোনোভাবেই আর একটি ১/১১ আনতে চায় না।

হালসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইব্রাহীম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, সদর থানা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com