রাজশাহী: শাহ্ মখদুম থানাধীন উত্তর নওদাপাড়া কালুর মোড় এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে শালার হাসুয়ার কোপে দুলাভাই নিহত হয়েছেন।
শনিবার (২২ মার্চ) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম মোঃ রুহুল আমিন (৪০)। তিনি শাহ্ মখদুম থানা এলাকার কালুর মোড়ের বাসিন্দা এবং নজরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের মীমাংসার জন্য জমি মাপজোঁক চলছিল। এ সময় রুহুল আমিনের শালা মিনটু (৪৫), পিতা আব্দুস সাত্তার, উত্তর নওদাপাড়া কালুর মোড়, তার হাতে থাকা হাসুয়া দিয়ে রুহুল আমিনের গলা এবং হাতে আঘাত করেন। এতে রুহুল আমিন গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শাহ্ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। অভিযুক্ত মিনটু পলাতক রয়েছেন, তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।