July 13, 2025, 11:14 am
শিরোনাম :
“সাবেক দূতাবাস কর্মকর্তা লেদার অস্বচ্ছ দৌরাত্ম্যে উত্তাল রাজশাহী”-শীর্ষক সংবাদের প্রতিবাদ অসুস্থ ফরিদা পারভীনের খোঁজ নিলেন বেগম খালেদা জিয়া তানোরে মুরগির বিষ্ঠা ফেলার সময় গ্রামবাসীর হাতে ২টি ড্রাম ট্রাক আটক জামিনে মুক্তি পেলেন চাঁপাইনবাবগঞ্জের সেই বিএনপি নেত্রী বাঘায় খেয়া ঘাটে গভীর রাতে গুলি ছুড়ে স্পিডবোট ভাঙচুর, ইঞ্জিন খুলে নেয়ার অভিযোগ রাজশাহীতে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত রাবি উপাচার্যের সঙ্গে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতির সাক্ষাৎ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত মন্ডুমালায় জমি দখল কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা, সংঘর্ষের আশঙ্কা ‘আমাদের গল্প এখন বিশ্বজুড়ে শোনা যাচ্ছে’

রাজশাহীতে টানা দুই দিন সূর্যের দেখা নেই, বৃষ্টি অব্যাহত

স্টাফ রিপোর্টার :

রাজশাহীতে টানা দুই দিন ধরে সূর্যের দেখা মিলছে না। বৃহস্পতিবার দিনভর ঠান্ডা বাতাস প্রবাহিত হয়, আর দুপুরের পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। তবে শুক্রবার ভোর ৬টা থেকেই বৃষ্টি শুরু হয়েছে, যা এখনও অব্যাহত রয়েছে। বেশির ভাগ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও মাঝে মাঝে তীব্রতা বৃদ্ধি পাচ্ছে।

বৃষ্টির কারণে দিনের তাপমাত্রাও কমে গেছে। রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ দুপুর ১২টা পর্যন্ত ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া পর্যবেক্ষকদের মতে, এই আবহাওয়া পরিস্থিতি আরও এক দিন স্থায়ী থাকতে পারে।

তাপমাত্রায় বড় পরিবর্তন

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত বুধবার রাজশাহীতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল, যা মৃদু তাপপ্রবাহের ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আবহাওয়ায় বড় পরিবর্তন আসে। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ১০ ডিগ্রির বেশি কমে যায়।

বৃহস্পতিবার দুপুর ২টার পর থেকে বৃষ্টি শুরু হয়, তবে তা স্বল্পস্থায়ী ছিল। ওই দিন বেলা ৩টা পর্যন্ত মাত্র ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আজ সকাল ৬টা থেকে বৃষ্টি শুরু হওয়ার পর দুপুর ১২টা পর্যন্ত মোট ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

শনিবারও থাকতে পারে বৃষ্টি

এর আগে ১৭ মার্চ রাজশাহীতে বৃষ্টি হয়েছিল, তবে তা রেকর্ড করা সম্ভব হয়নি। তখনও তাপমাত্রা কিছুটা কমেছিল, কিন্তু পরে সূর্যের দেখা মেলায় আবার তাপমাত্রা বেড়ে যায়।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের সহকারী পর্যবেক্ষক লতিফা হেলেন জানিয়েছেন, আগামীকাল শনিবারও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বৃষ্টির কারণে স্বাভাবিক তাপমাত্রা কমে গেছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা বেলা ৩টায় রেকর্ড করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ