June 13, 2025, 11:31 pm
শিরোনাম :
রাজশাহীতে হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ডেঙ্গুতে এক দিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯ রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে : প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিএনপি নেতাকে বহিষ্কারের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ বাগমারায় বারনই নদী থেকে যুবকের লাশ উদ্ধার ভারতে বিমান দুর্ঘটনা, মরদেহ বুঝে নিতে অপেক্ষার প্রহর গুনছেন স্বজনরা বিদেশিনীর সঙ্গে শিল্পার ঝগড়ার ভিডিও ভাইরাল, জানা গেলো কারণ আমে এবার ‘ঢলন’ প্রথা বাতিল, কেজি প্রতি কমিশন দেশের সংকট নিরসনে ওয়ান টু ওয়ান মিটিং এর দিকে জাতি তাকিয়ে : বিএনপি নেতা মিলন ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক দুপুরে

ব্যাংককে ইউনূস-মোদি বৈঠকের সম্ভাবনা কতটুকু? যা জানা গেলো

ঢাকা অফিস:

আগামী মাসের শুরুতে বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক জোট বিমসটেকের শীর্ষ সম্মেলন বসতে যাচ্ছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। এই সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠকের প্রস্তাব দিল্লিকে দিয়েছে ঢাকা।

প্রধান উপদেষ্টার চীন সফরের পরপরই এই দুই নেতার বৈঠকের বিষয়টি রাজনীতিতে আলোচনায় আসে বেশ। এছাড়া, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কে জমাট বাঁধা বরফ কি এই বৈঠকের মধ্য দিয়ে গলতে শুরু করবে, সেই প্রশ্নও আসে।

কিন্তু একদিনের মাথায় কিছুটা আশাহত খবর ঢাকার কাছে। শুক্রবার (২১ মার্চ) বিকেলে ভারতের রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল ইউনূস-মোদির বৈঠকের বিষয়ে এক প্রশ্নের জবাবে বলেন, ‘যে দ্বিপাক্ষিক বৈঠকের কথা আপনারা জানতে চাইছেন, সে ব্যাপারে এই মুহূর্তে আমার কাছে শেয়ার করার মতো কোনো আপডেট নেই।’

অর্থাৎ তার কথা থেকে বোঝা যায় দিল্লি এখন পর্যন্ত এ নিয়ে সিদ্ধান্তে আসতে পারেনি।

এর আগে, গত বছরের সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনের ফাঁকেও ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক আয়োজনের জন্য বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু ভারত তাতে সাড়া দেয়নি এবং সেই বৈঠকও হয়নি। দুই নেতার মধ্যে অবশ্য মাঝে টেলিফোনে সরাসরি কথাবার্তা হয়।

এদিকে, কয়েকটি সূত্রের বরাত দিয়ে বাংলাদেশ ও ভারত সরকারের দুই প্রধানের বৈঠকের সম্ভাবনাকে নাকচ করে দিয়েছে হিন্দুস্তান টাইমস।

ভারতের এ সংবাদমাধ্যমটি আজ শুক্রবার এক প্রতিবেদনে জানায়, নাম প্রকাশ না করার শর্তে তিনটি সূত্র জানিয়েছে, ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হওয়ার সম্ভাবনা একেবারেই কম।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘বর্তমানে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক দুই দেশের শীর্ষ নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার মতো অনুকূল নয়।’

আগামী ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে যোগ দিতে আগামী ৩ এপ্রিল ব্যাংকক যাবেন প্রধান উপদেষ্টা। ৪ এপ্রিল ঢাকায় ফেরার কথা রয়েছে তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ