রাজশাহী মহানগরীর জাহাজঘাট এলাকায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ এবং মতিহার থানা যুবদলের কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ মার্চ) বিকেলে মতিহার থানা দক্ষিণ যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বশির উদ্দিন সনির নেতৃত্বে এ ইফতার বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতিহার থানা বিএনপির সদস্য সচিব আল মামুন বাবু, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লবসহ মতিহার থানা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, পবিত্র রমজান মাসে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই ইফতার বিতরণ করা হয়েছে। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।