April 17, 2025, 11:59 pm

রাজশাহীতে আগুনে ক্ষতিগ্রস্ত ১২ দোকানদারকে আর্থিক সহায়তা

স্টাপ রিপোর্টার :
রাজশাহীতে আগুনে ক্ষতিগ্রস্ত ১২ দোকানদারকে আর্থিক সহায়তা

রাজশাহীর নিউমার্কেটের আগুনে ক্ষতিগ্রস্ত ১২ দোকানদারকে অর্থ সহায়তা দিয়েছেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহীর নেতারা।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে নগরীর নিউমার্কেট এলাকায় পরিদর্শন করেন তারা। পরে ওই ১২ দোকানদারের হাতে অর্থিক সহায়তা তুলে দেন।

এর আগে, গত ১৫ মার্চ দিবাগত রাতে নগরীর ষষ্ঠীতলা এলাকার নিউমার্কেটের পিছনের কাঁচাবাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৫টি দোকান পুড়ে যায়। এই আগুনে মালামাল পুড়ে ক্ষতির কারণে দোকানদাররা পথে বসে যান। এই খবর পেয়ে সহায়তায় নিয়ে আসেন বাপা ও রক্ষা সংগ্রাম পরিষদের নেতারা।

এসময় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, আমরা আশা করবো রাজশাহী সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, অনান্য সংগঠন, প্রতিষ্ঠান কিংবা বিত্তবানেরা রাজশাহীর নিউমার্কেটের আগুনে পোড়া ১২ দোকানদারদের পাশে এগিয়ে আসবে। যাতে করে তারা এই দুঃসময়টা কাটিয়ে উঠতে পারে।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, উপদেষ্টা হাসান মিল্লাত, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপার) কেন্দ্রীয় নির্বাহী সদস্য অফজাল হোসেন, উপদেষ্টা প্রকৌশলী মাহমুদ হাসান, রাজশাহী ফটোজর্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফুল ইসলাম তোতা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com