রাজশাহী মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিনের অসুস্থ ছেলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি রয়েছেন। একই সময়ে রাজশাহী সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য নাইমের বাবা, সাবেক কাউন্সিলর, ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে আজ রাজশাহী মহানগর যুবদল-এর সদস্য সচিব রফিকুল ইসলাম রবি হাসপাতালে যান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহান এবং যুবদলের সদস্য মহিসুর রহমান লিয়নসহ অন্যান্য নেতাকর্মীরা।
যুবদল নেতারা অসুস্থদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। পরিবারগুলোর প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানিয়ে তারা সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় রফিকুল ইসলাম রবি বলেন, “দলের নেতাকর্মীরা সবসময় একে অপরের সুখ-দুঃখের সঙ্গী। আমরা অসুস্থ স্বজনদের পাশে আছি এবং তাদের সুস্থতার জন্য প্রার্থনা করছি।”
উল্লেখ্য, রাজশাহী মহানগর যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা প্রায়ই সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করে থাকেন, যা তাদের দলীয় সংহতির পরিচায়ক।