July 13, 2025, 11:44 am
শিরোনাম :
“সাবেক দূতাবাস কর্মকর্তা লেদার অস্বচ্ছ দৌরাত্ম্যে উত্তাল রাজশাহী”-শীর্ষক সংবাদের প্রতিবাদ অসুস্থ ফরিদা পারভীনের খোঁজ নিলেন বেগম খালেদা জিয়া তানোরে মুরগির বিষ্ঠা ফেলার সময় গ্রামবাসীর হাতে ২টি ড্রাম ট্রাক আটক জামিনে মুক্তি পেলেন চাঁপাইনবাবগঞ্জের সেই বিএনপি নেত্রী বাঘায় খেয়া ঘাটে গভীর রাতে গুলি ছুড়ে স্পিডবোট ভাঙচুর, ইঞ্জিন খুলে নেয়ার অভিযোগ রাজশাহীতে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত রাবি উপাচার্যের সঙ্গে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতির সাক্ষাৎ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত মন্ডুমালায় জমি দখল কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা, সংঘর্ষের আশঙ্কা ‘আমাদের গল্প এখন বিশ্বজুড়ে শোনা যাচ্ছে’

পুতিনের পর জেলেনস্কির সঙ্গে ফোনালাপ, যা বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:-
পুতিনের পর জেলেনস্কির সঙ্গে ফোনালাপ, যা বললেন ট্রাম্প

ভ্লাদিমির পুতিনের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বললেন, ‘ভেরি গুড’।

বুধবার এই ফোনালাপের পর ট্রাম্প নিজেই এ তথ্য নিশ্চিত করেন। খবর বিবিসির।

ফোনালাপের পর তিনি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘আলাপ খুব ভালো হয়েছে। আমরা ঠিক পথেই আছি।’

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভলোদিমির জেলেনস্কি ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এই আলাপ এক ঘণ্টা ধরে চলেছিল। এর আগে মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ৯০ মিনিট ফোনে আলাপ করেছিলেন ট্রাম্প। সেই আলাপের পরই এবার জেলেনস্কির সঙ্গে কথা বললেন তিনি।

আলাপের ব্যাপারে ট্রাম্প সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে লেখেন, ‘আলোচনার বেশিরভাগ অংশই গতকাল প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে করা ফোনালাপের ওপর ভিত্তি করে। এটি করা হয়েছে যাতে করে রাশিয়া ও ইউক্রেন উভয়কেই তাদের অনুরোধ ও চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা যায়।’

আলাপের ফলাফল নিয়ে জানাতে গিয়ে ট্রাম্প লেখেন, ‘আমরা অনেকটা সঠিক পথেই আছি।’

ট্রাম্প আরও লেখেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ যাতে আলোচিত বিষয়গুলোর সঠিক বিবরণ দেন– সে ব্যাপারে তিনি তাদের অনুরোধ করেছেন।

ইউক্রেনে যুদ্ধবিরতি নয়, শুধুই জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেটিও মাত্র ৩০ দিনের জন্য। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মঙ্গলবার পুতিনের সঙ্গে টেলিফোনে ৯০ মিনিট কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি পুতিনকে ইউক্রেনে যুদ্ধবিরতির প্রস্তাব দেন। তবে পুতিন ৩০ দিনের জন্য ইউক্রেনের জ্বালানি অবকাঠামোগুলোতে হামলা বন্ধ রাখতে রাজি হয়েছেন।

ট্রাম্প পুতিনের ফোনালাপ শেষে বুধবার হোয়াইট হাউস ও ক্রেমিলন—উভয়ের পক্ষ থেকেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, পুতিন ৩০ দিনের জন্য ইউক্রেনের জ্বালানি অবকাঠামো আক্রমণ বন্ধে রাজি হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ