
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় তিনদিনের ব্যবধানে ২০০ শিশুকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী।
আজ বৃহস্পতিবার (২০ মার্চ) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মঙ্গলবার যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে এখন পর্যন্ত ৫০৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে ২০০ শিশু রয়েছে। এছাড়া, আরও ৯০৯ জন আহত হয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়টির বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, শুধু আজ ভোর থেকেই যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলে অন্তত ৮৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩৩ জন। টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, এখনও বহু হতাহত ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলমান রয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজার যুদ্ধ পুনরায় শুরু হওয়ার মধ্যেই অধিকৃত পশ্চিম তীরে আরও তীব্র সামরিক অভিযান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
আলজাজিরার প্রতিবেদন মতে, গত দুই মাসে ইসরায়েলের টানা হামলার কারণে হাজার হাজার ফিলিস্তিনি তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের গাজায় চালানো যুদ্ধে এখন পর্যন্ত ৪৯ হাজার ৬১৭ ফিলিস্তিনি নিহত এবং ১ লক্ষ ১২ হাজার ৯৫০ জন আহত হয়েছেন।
গাজার সরকারি মিডিয়া অফিস তাদের হালনাগাদ তথ্যে জানিয়েছে, মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে। কারণ ধ্বংসস্তূপের নিচে হাজারও নিখোঁজ ফিলিস্তিনিকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।