July 18, 2025, 10:49 am
শিরোনাম :
বেধড়ক মারধর ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে বাঘায় সংবাদ সম্মেলন ছাত্রজনতার অভ্যুত্থানের গল্পের নায়ক বর্ষণ আজ বাংলাদেশে আসছেন স্টারলিংকের ভাইস প্রেসিডেন্ট হেফাজতকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না রাজশাহী মহানগর সাবেক স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল গণঅভ্যুত্থানের ১২ মামলার চার্জশিট দিলো পুলিশ জাতীয় সমাবেশ সফলের লক্ষ্যে ভোলাহাটে জামায়াতের বর্ণাঢ্য রেলী, পথসভা ও লিফলেট বিতরণ! নাটোরে বিএসটিআইয়ের মোবাইল কোর্টের অভিযান : ফিড মিল ও বেকারিকে জরিমানা তোমার পথ চেয়ে আছি বাবা, তুমি ফিরে এসো-একজন সন্তানের নিঃশব্দ আর্তনাদ আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

তমার সামনে বড় চ্যালেঞ্জ!

বিনোদন ডেস্ক :-
তমার সামনে বড় চ্যালেঞ্জ!

ঈদ উপলক্ষ্যে সিনেমা ও ওটিটি কনটেন্ট- দুই মাধ্যমেই এবার রয়েছেন চিত্রনায়িকা তমা মির্জা। বলা যায়, এবারের ঈদে নিজের সঙ্গে নিজেই চ্যালেঞ্জ নিয়েছেন এ অভিনেত্রী। ছোট ও বড় পর্দায়, দুই মাধ্যমেই লড়াইয়ে নেমেছেন।

ঈদে প্রেক্ষাগৃহে আসছে তার অভিনীত ‘দাগি’ নামে একটি সিনেমা। এতে তিনি জুটি বেঁধেছেন আফরান নিশোর সঙ্গে। এটি পরিচালনা করছেন শিহাব শাহীন।

ঈদ আসতে আর কয়েকদিন বাকি। কিন্তু তার আগেই ছোট পর্দায় নিজের ‘আমলনামা’ নিয়ে হাজির তমা মির্জা। মধ্যরাতে যে মানুষগুলোকে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে যায়, যারা আর ফেরে না, তাদের নিয়ে ‘আমলনামা’ তৈরি করেছেন রায়হান রাফী। ১৩ মার্চ এটি প্রকাশের পর থেকেই বেশ আলোচনায় রয়েছে। তবে তৈরি হয়েছে বিতর্কও।

নির্মাতার মতে, সত্য ঘটনার ওপর নির্মিত এ ওয়েব ফিল্মটি। কিন্তু এটি যার ঘটনা নিয়ে নির্মিত হয়েছে, টেকনাফের সেই আলোচিত কমিশনার একরামুল, যাকে ক্রসফায়ারে দেওয়া হয়েছিল, তার স্ত্রী সোশ্যাল মিডিয়ায় এই ফিল্মটি নিয়ে আপত্তি তুলেছিলেন।

পরে নির্মাতা জানান, এটি একরামুলের ঘটনা নয়। তবে বিতর্ক বাইরে রেখে ফিল্মটিতে পারভীন চরিত্রে বিশেষভাবে নজর কেড়েছেন তমা মির্জা। হারিয়ে যাওয়া স্বামীর জন্য পারভীনরূপী তমার ছোটাছুটি খুব জীবন্ত ছিল। যা মন ছুঁয়েছে দর্শকের। এতে তমা অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের বিপরীতে।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘কাজটি নিয়ে আগে আমরা অনেকবার বসেছি। পুরো স্ক্রিপ্ট বারবার পড়েছি। প্রতিটি চরিত্র কেমন হবে, সবকিছু নিয়ে আলোচনা হয়েছে। আমি সাধারণত বাস্তবধর্মী, ব্যতিক্রম ও চ্যালেঞ্জিং কাজ করতে পছন্দ করি। এখানেও চ্যালেঞ্জের বেশকিছু জায়গা ছিল। পারভীন চরিত্রটি খুবই ইনোসেন্ট। পাশাপাশি দর্শককে যুক্ত করাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। ওই জায়গা থেকে এগুলো আমার কাছে চ্যালেঞ্জিং মনে হয়েছে। তবে যেহেতু দর্শক পছন্দ করছেন, রিভিউ ভালো পাচ্ছি সেহেতু মনে হচ্ছে কাজটি বেশ ভালো ভাবেই করতে পেরেছি।’

এদিকে ছোটপর্দায় উতরে গেলেও, তমার সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ। ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে প্রায় এক ডজন সিনেমা। যেখানে পুরোনো সব জনপ্রিয় নায়িকার পাশাপাশি এবার নতুন নায়িকারাও প্রেক্ষাগৃহে আসছেন। সে তালিকায় ‘দাগি’ সিনেমা নিয়ে হাজির হচ্ছেন তমা। অভিনেত্রী তমা পরীক্ষিত হলেও, নিজের স্থান ধরে রাখার চ্যালেঞ্জ তাকে এবার মোকাবেলা করতে হবে।

অবশ্য, ‘দাগি’ সিনেমার পোস্টার টিজার বেশ প্রশংসিত হচ্ছে। তবুও আসল পরীক্ষা এখনও বাকি। এ নিয়ে কোনো চাপ বোধ করছেন কি না?

এমন প্রশ্নে তমা বলেন, ‘আমি আমার অভিনীত সিনেমা নিয়ে বাড়তি কোনো চাপ নিচ্ছি না। আমার বিশ্বাস যারা আমার ‘আমলনামা’ দেখেছেন তারা ‘দাগি’ও দেখবেন। কারণ এখানেও আমি ভিন্ন একটি চরিত্র করেছি, যা নতুনত্ব দিবে। তবে আমি ভাগ্যবান, ঈদে এতো ভালো ভালো সিনেমার মধ্যে আমার সিনেমাও আছে এবং এই সুন্দর একটি আনন্দের অংশ হতে যাচ্ছি। আশা করি ভালো কিছুই হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ