April 26, 2025, 11:41 am

এসএসসিতে বসবেন রাজশাহী বোর্ডের প্রায় ২ লাখ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার :
এসএসসিতে বসবেন রাজশাহী বোর্ডের প্রায় ২ লাখ শিক্ষার্থী

এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার মোট ১ লাখ ৮১ হজার ৯০৪ জন শিক্ষার্থী পরীক্ষায় বসছেন। এদের মধ্যে ছাত্র ৯৪ হাজার ৬১০ জন এবং ছাত্রী ৮৭ হাজার ২৯৪ জন। রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন ৮টি জেলায় মোট কেন্দ্রের সংখ্যা ২৬৯টি।

বৃহস্পতিবার সকালে কেন্দ্র সচিবদের সঙ্গে শিক্ষা বোর্ড চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এ তথ্য জানানো হয়েছে।

 

সভায় সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা গ্রহণের জন্য রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম. মোফাখখারুল ইসলাম কেন্দ্র সচিবদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন- কোন কেন্দ্র-কেন্দ্র সচিব পরীক্ষা সংক্রান্ত বিষয়ে অবৈধ কোনো কার্যকলাপে জড়িত থাকলে বোর্ডের বিধি অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি কেন্দ্র সচিবদের শিক্ষা বোর্ড, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ তার কেন্দ্রের আওতাধীন সব বিদ্যালয়ের সঙ্গে যোগযোগ করে-সমন্বয় সাধন করে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা গ্রহণের প্রতি গুরুত্ব দেন। এছাড়া জনপ্রতিনিধি, প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সব শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

চেয়ারম্যান সব পরীক্ষার্থীর মঙ্গল ও সাফল্য কামনা করেন। সঙ্গে সঙ্গে অভিভাবক ও শিক্ষকদের যে পরিশ্রম দিয়ে শিক্ষার্থীদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার জন্য প্রস্তুত করেছেন সেজন্য তাদেরকেও অভিনন্দন জানান।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম, বিদ্যালয় পরিদর্শক মহা. জিয়াউল হক, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. ইব্রাহিম হোসেন, প্রোগ্রামার মো. সিরাজুল ইসলাম, তথ্য ও জনসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার এবং রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন ৮টি জেলার ২৬৯টি কেন্দ্র থেকে আগত কেন্দ্র সচিব।

সভা সঞ্চালনা করেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মো. মুঞ্জুর রহমান খান।

সভায় স্বাগত বক্তব্য দেন সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী। সভায় উপস্থিত সব কেন্দ্রসচিবদের কাছে ২০২৫ খ্রিষ্টাব্দে এসএসসি পরীক্ষার প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করা হয় এবং তাদের মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সবার কাছে সহযোগিতা কামনা করা হয়।

এরপর পরীক্ষা সংক্রান্ত বিষয়ে বক্তব্য দেন রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম। আরো বক্তব্য দেন বিদ্যালয় পরিদর্শক মহা. জিয়াউল হক ও উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. ইব্রাহিম হোসেন। এরপর প্রোগ্রামার মো. সিরাজুল ইসলাম কেন্দ্রসচিবদের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com