April 22, 2025, 12:04 am
শিরোনাম :
মেজর সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত জাতীয়ভাবে ন্যূনতম মজুরি ও শ্রম আইনকে ‘সার্বজনীন’ করার সুপারিশ প্রশাসন বিএনপির নিয়ন্ত্রণে— ‘অভিযোগকারী কি উপদেষ্টা থাকাকালে তাদের বসিয়েছেন?’ স্বর্ণের ভরি ছাড়ালো ১ লাখ ৭২ হাজার টাকা হৃদয়কে খেলাতে ডিপিএলের নিয়মই বদলে ফেললো বিসিবি! পুঠিয়ায় আ’গুনে বসতবাড়ি পুড়ে ছাই, ৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলা, ২৩ শিক্ষককে অব্যাহতি সমাজ থেকে বিভেদ দূর করতে একসাথে কাজ করার আহ্বান’ পারভেজ হত্যায় গ্রেফতার ৩ জনের ৭ দিনের রিমান্ড

ঈশ্বরদীতে অটোরিকশাকে বাসের ধাক্কা, একই পরিবারের তিনজনসহ নিহত ৪

পাবনা প্রতিনিধি :
ঈশ্বরদীতে অটোরিকশাকে বাসের ধাক্কা, একই পরিবারের তিনজনসহ নিহত ৪

পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া দুজন গুরুতর আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার টুটলি বহরপুর এলাকায় ঈশ্বরদী-দাশুড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

নিহত ব্যক্তিদের মধ্যে শিশুসহ তিনজন একই পরিবারের সদস্য। আহত দুজনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহত ব্যক্তিরা হলেন ঈশ্বরদী উপজেলার বাঘইল গ্রামের মৃত বাবু প্রামাণিকের ছেলে রাব্বী প্রামাণিক (৩৫), রাব্বীর স্ত্রী মুক্তা খাতুন (২৫), এই দম্পতির ১৮ মাসের ছেলে মোস্তাকিম এবং ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রতিডাঙ্গা গ্রামের মো. রাতুল ইসলাম (৩০)।

ঈশ্বরদী-দাশুড়িয়া সড়কে দুর্ঘটনাস্থলে মানুষের ভিড়। বৃহস্পতিবার বিকেলে পাবনার ঈশ্বরদী উপজেলার টুটলি বহরপুর এলাকায়ছবি: প্রথম আলো

প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেল পাঁচটার দিকে একটি যাত্রীবাহী বাস ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা পাঁচজন যাত্রী নিয়ে পাবনার দিকে আসছিল। ঈশ্বরদী-দাশুড়িয়া সড়কের টুটলি বহরপুর এলাকায় আসার পর বাসটি অটোরিকশাটিকে ধাক্কা দিলে এটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই রাব্বী-মুক্তা দম্পতি ও তাঁদের ১৮ মাসের সন্তান নিহত হন। চালকসহ বাকি তিনজনকে গুরুতর আহত অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে রাতুল ইসলামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপর দুজনের অবস্থার অবনতি হলে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। তিনি জানান, নিহত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com