ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১০টায় নগরীর আলুপট্টি থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জিরোপয়েন্ট, সাহেব বাজার, সোনাদিঘী মোড়, জাদুঘর, হেতেমখাঁ বাটার মোড়, গণকপাড়া হয়ে পুনরায় জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতের রাজশাহী মহানগরীর ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মাহাবুবুল আহসান বুলবুল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদাৎ হোসাইন, কর্মপরিষদ সদস্য হাফেজ নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন এবং প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন।
সমাবেশে বক্তারা ইসরায়েলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানান। তারা বলেন, নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের এ ধরনের নৃশংসতা মানবাধিকার লঙ্ঘনের চরম উদাহরণ।
সমাবেশে জামায়াত-শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।