দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আরএমপি পুলিশ লাইন্সসহ প্রতিটি থানা, ফাঁড়ি, ডিবি, ট্রাফিক ইউনিটগুলোতেও পৃথকভাবে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।
পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান ও রাজশাহী জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম।
পুলিশ কমিশনার তার বক্তব্যে পবিত্র মাহে রমজানের গুরুত্ব, সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা সম্পর্কে আলোচনা করেন এবং সকলকে এই শিক্ষাগুলো নিজেদের জীবনে প্রতিফলিত করার আহ্বান জানান। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া খায়ের করা হয়।