July 13, 2025, 11:31 am
শিরোনাম :
“সাবেক দূতাবাস কর্মকর্তা লেদার অস্বচ্ছ দৌরাত্ম্যে উত্তাল রাজশাহী”-শীর্ষক সংবাদের প্রতিবাদ অসুস্থ ফরিদা পারভীনের খোঁজ নিলেন বেগম খালেদা জিয়া তানোরে মুরগির বিষ্ঠা ফেলার সময় গ্রামবাসীর হাতে ২টি ড্রাম ট্রাক আটক জামিনে মুক্তি পেলেন চাঁপাইনবাবগঞ্জের সেই বিএনপি নেত্রী বাঘায় খেয়া ঘাটে গভীর রাতে গুলি ছুড়ে স্পিডবোট ভাঙচুর, ইঞ্জিন খুলে নেয়ার অভিযোগ রাজশাহীতে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত রাবি উপাচার্যের সঙ্গে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতির সাক্ষাৎ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত মন্ডুমালায় জমি দখল কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা, সংঘর্ষের আশঙ্কা ‘আমাদের গল্প এখন বিশ্বজুড়ে শোনা যাচ্ছে’

রাজশাহীতে পুলিশের ৪৫০ সিসিক্যামেরা অচল

স্টাফ রিপোর্টার :

২০২১ সালে রাজশাহী মহানগরীতে অপরাধ দমন ও অপরাধী শনাক্তকরণে সাড়ে শতাধিক সিসি ক্যামেরা স্থাপন করেছিল মেট্রোপলিটন পুলিশ। এই ক্যামেরাগুলোর মাধ্যমে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হত সাইবার কমান্ড কন্ট্রোল সেন্টার থেকে। তবে ২০২৪ সালের জুলাই মাসে এক বিপ্লবে এসব সিসি ক্যামেরা এবং সাইবার ক্রাইম ইউনিট ভবন ক্ষতিগ্রস্ত হয়। এর পর থেকে শহরের অপরাধ নিয়ন্ত্রণে বড় ধরনের অসুবিধা দেখা দেয় এবং অপরাধীদের শনাক্ত করতে অক্ষম হওয়ায় নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নগরবাসী দাবি করছে, সিসি ক্যামেরাগুলো দ্রুত মেরামত করা হোক। তারা বলছেন, সিসি ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ার কারণে অপরাধীরা সাহসী হয়ে উঠছে এবং নানা ধরনের অপরাধে লিপ্ত হচ্ছে। এর ফলে প্রকৃত আসামিদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না এবং প্রশাসনও অপরাধীদের আইডেন্টিফাই করতে পারছে না।

Ezoicএদিকে, প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে, শীঘ্রই সিসি ক্যামেরা পুনঃস্থাপন করা হবে। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে কিছু সিসি ক্যামেরা পুনর্সংযোজন করা হয়েছে এবং শহরের যেসব এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়নি, সেখানে সেগুলো স্থাপন করা হবে। তাদের মতে, নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি।

রাজশাহী মহানগরে গত ছয় মাসে ১৬ জন হত্যার ঘটনা এবং ১৪টি ছিনতাইয়ের মামলা দায়ের হয়েছে। পুলিশের মতে, সিসি ক্যামেরার অভাবের কারণে অপরাধের সংখ্যা বেড়ে গেছে এবং এটি সামাজিক নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ