April 26, 2025, 10:16 am

আরএমপির মাসিক কল্যাণ সভা

স্টাপ রিপোর্টার :
আরএমপির মাসিক কল্যাণ সভা

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। (১৯ মার্চ) বিকেল ৪টায় রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

সভায় বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা তাঁদের সমস্যাবলি এবং কল্যাণমূলক প্রস্তাবনা উপস্থাপন করেন। পুলিশ কমিশনার এসব প্রস্তাব গভীর মনোযোগ সহকারে শ্রবণ করেন, পর্যালোচনা করেন এবং তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন।

সভা শেষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ থেকে বদলি ও অবসরপ্রাপ্ত সদস্যদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানানো হয়। এ উপলক্ষে পুলিশ পরিদর্শক মো: আব্দুল মতিনকে বদলি জনিত সংবর্ধনা এবং কনস্টেবল মো: জাহাঙ্গীর আলম, মো: আব্দুর রহিম মোল্লা ও মো: ইসমাইল হোসেনকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। তাঁদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয় এবং তাঁদের দীর্ঘ কর্মজীবনের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি তাঁদের ভবিষ্যৎ জীবনের জন্য আন্তরিক শুভকামনা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম, বিশেষ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ এবং সিভিল স্টাফগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com