April 18, 2025, 12:30 am

ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি

ঢাকা অফিস:
ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগে সব গার্মেন্টস শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা।

মঙ্গলবার (১৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা এই দাবি জানিয়েছেন।

বিক্ষোভ সমাবেশে শ্রমিক নেতারা গার্মেন্টস মালিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসন্ন ঈদুল ফিতরের আগে (২০ থেকে ২৫ রমজানের মধ্যে) গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে। ঈদের আগে দেশের কোনো গার্মেন্টস শ্রমিকের বেতন-বোনাস বকেয়া থাকতে পারবে না। বেতন-বোনাস পরিশোধ না করলে আমরা সামনের দিকে আর সোচ্চার হয়ে আন্দোলন করবো।

তারা বলেন, ক্ষমতার বদল হলেও আমাদের শ্রমিকদের জীবনে কোনো পরিবর্তন আসেনি। শ্রমিকরা এখনো তাদের দাবি আদায়ে রাস্তায় রয়েছে। অতএব সরকার বদলের মধ্যে দিয়ে শ্রমিকদের জীবনের কোনো পরিবর্তন আসবেও না। সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের দাবি আদায় করতে হবে।

শ্রমিক নেতারা আরও বলেন, বাংলাদেশের যত শ্রমিক নেতা ও সাধারণ শ্রমিকের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে, সেগুলো ঈদের আগে প্রত্যাহার করতে হবে। এবং গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের আশুলিয়া থানা কমিটির সভাপতি খোরশেদ আলমকে মুক্তি দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com