July 13, 2025, 11:35 am
শিরোনাম :
“সাবেক দূতাবাস কর্মকর্তা লেদার অস্বচ্ছ দৌরাত্ম্যে উত্তাল রাজশাহী”-শীর্ষক সংবাদের প্রতিবাদ অসুস্থ ফরিদা পারভীনের খোঁজ নিলেন বেগম খালেদা জিয়া তানোরে মুরগির বিষ্ঠা ফেলার সময় গ্রামবাসীর হাতে ২টি ড্রাম ট্রাক আটক জামিনে মুক্তি পেলেন চাঁপাইনবাবগঞ্জের সেই বিএনপি নেত্রী বাঘায় খেয়া ঘাটে গভীর রাতে গুলি ছুড়ে স্পিডবোট ভাঙচুর, ইঞ্জিন খুলে নেয়ার অভিযোগ রাজশাহীতে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত রাবি উপাচার্যের সঙ্গে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতির সাক্ষাৎ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত মন্ডুমালায় জমি দখল কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা, সংঘর্ষের আশঙ্কা ‘আমাদের গল্প এখন বিশ্বজুড়ে শোনা যাচ্ছে’

অজ্ঞান পার্টির খপ্পরে গরু ব্যবসায়ী, ১৮ লক্ষাধিক টাকা খোয়া

জয়পুরহাট প্রতিনিধি :
অজ্ঞান পার্টির খপ্পরে গরু ব্যবসায়ী, ১৮ লক্ষাধিক টাকা খোয়া

নোয়াখালী ও লক্ষীপুর জেলা থেকে জয়পুরহাটের পাঁচবিবির গোহাটিতে গরু কিনতে আসার সময় পথিমধ্যে অজ্ঞান পাটির খপ্পরে পড়ে ১৮ লক্ষ ৫০ হাজার টাকা খোয়ালেন ৩ গরু ব্যবসায়ী।

আজ মঙ্গলবার সকালে পাঁচবিবি বাসট্যান্ড এলাকা হতে অচেতন অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন কাফি নামের এক রাখাল।

ব্যবসায়ীরা হলেন, লক্ষীপুরের ডালিয়া উপজেলার নুরনবীর পুত্র মুনির উদ্দিন (৫৫), নোয়াখালী সদর উপজেলার নুর ব্যাপারী (৬০), নুরুল হকের পুত্র কাজল(৬৫), শফিগঞ্জ গ্রামের আঃ আলিমের হিঞ্জু (৬৫) ও লক্ষীপুর ডালিয়াকান্দি গ্রামের চৌধুরী মিয়ার পুত্র আঃ মালেক (৩৮)।

ব্যবসায়ী আব্দুল মালেক জানায়, তারা দীর্ঘদিন থেকে জয়পুরহাট সদরের নতুন হাট ও পাঁচবিবি গোহাটি থেকে গরু ক্রয় বিক্রয় করত। ঘটনার দিন তিনি সহ আরো ৬জন  ব্যবসায়ী ফেনী জেলার মহিপাল থেকে শাহ ফতেআলী বাসে করে পাঁচবিবি গোহাটিতে গরু ক্রয়ের উদ্দেশ্য রওনা হন। রাত পৌনে ৪টায় সিরাজগঞ্জ হাইওয়ে সড়কের পাশে হোটেলে সেহরির জন্য যাত্রা বিরতি দিলে সেখানে তারা সেহরি খান। এরপর বাসটি ছেড়ে দিলে তারা আর কিছুই বলতে পারেন না । সকাল ৭টার সময় পাঁচবিবি বাসট্যান্ডে নামিয়ে দিলে দেখেন ব্যবসায়ী মালেকের ৭লক্ষ, মুনিরের সাড়ে ৭ লক্ষ ও নুরুর ৪লক্ষ টাকা খোয়া গেছে এবং তাদের চারজন অচেতন। সেখানে জয়পুরহাট সদর উপজেলার হিচমী মোল্যাপাড়া গ্রামের আঃ কাফি নামের এক রাখাল তাদের মহীপুর উপজেলা স্বাস্থা কমপ্লেক্স এ ভর্তি করেন।

আঃ কাফি বলেন, আমি নিয়মিত তাদের ক্রয় করা গরুগুলোর রাখাল হিসাবে কাজ করি। আজকে তাদের দুই ট্রাক গরু হবে বলে জানায়। হাটে এসে দেখি তারা অজ্ঞান।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন বলেন, এবিষয়ে এখনও কোন অভিযোগ পাইনি। পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ