মানুষের মুখে এখন শুধু ‘ওই কিরে ওই কিরে’, ‘মধু মধু’ ধ্বনী! এর নেপথ্যে সাম্প্রতিক সময়ে ভাইরাল হওয়া এক তরমুজ ব্যবসায়ী; যার এই বচনগুলো নিয়ে মেতে উঠেছে নেটিজেনরা। এবার সাম্প্রতিক এই বিনোদনে অংশ নিলো শোবিজঅঙ্গনও। নতুন দম্পতি আদনান আল রাজিব ও মেহজাবীন চৌধুরীও মাতলেন ‘ওই কিরে ওই কিরে’ আবহে!
ভিডিওটির ক্যাপশনে দুবার মাশাআল্লাহ-ও লিখেছেন রাজিব। আর সেখানকার মন্তব্যঘরে সাড়া দিতেও দেখা গেছে মেহজাবীনকে। লিখেছেন, ‘এইসব কি রে’!
বলা বাহুল্য, মেহজাবীন-রাজিবকে এভাবে সেই ভাইরাল বিক্রেতার মন্তব্য নিয়ে মেতে ওঠা নিয়ে মজা নিয়েছেন তাদের অনুরাগীরাও। মেহজাবীনকে উদ্দেশ্য করে এক নেটিজেন লিখেছেন- ‘মধু মধু’, আরেকজন রাজিবকে উদ্দেশ্য করে লিখেছেন- ‘ভাই জিতসেন’!