রাজশাহী, ১৬ মার্চ ২০২৫: রাজশাহী রয়্যাল’স ক্লাবের উদ্যোগে ২৫ জন ছেলে-মেয়েকে সেলাই প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খন্দকার হাসান কবির আনুষ্ঠানিকভাবে এই সেলাই মেশিন বিতরণ করেন।
অনুষ্ঠানে ক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ফিরোজ, হান্নী , ফরহাদ মাদুদ হাসান, শিবলী, মোঃ মাহাবুবসহ ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সালাহউদ্দিন মিন্টু এবং ক্লাবের সকল কমিটির সদস্যবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
সেলাই মেশিন বিতরণের পর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে ক্লাবের সদস্যরা রমজানের পবিত্রতা ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
রাজশাহী রয়্যাল’স ক্লাবের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, এটি সুবিধাবঞ্চিত যুবকদের স্বনির্ভর হওয়ার পথ সুগম করবে। মাহে রমজানের এই বিশেষ আয়োজনে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানানো হয়।