রাজশাহীর পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের দাদপুর গ্রামে ডীপ দখলকে কেন্দ্র করে মো: লালন আলীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, শামীম রেজা এবং বড়গাছী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের নেতৃত্বে ৬০ জনের একটি দল এ হামলা চালিয়েছে।
ভুক্তভোগী মো: লালন আলী জানান, হামলাকারীদের মধ্যে জিয়ারুল, আনোয়ার, আলামিন, আকরাম, কিবরিয়া, সবুজ, টুকু, ইসরাইল, আপেল, ওমর এবং মালেক আসরাফ বাবরসহ অনেকে ছিলেন। তারা বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং পরিবারের সদস্যদের আতঙ্কের মধ্যে ফেলে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে দাদপুর গ্রামে ডীপ সংক্রান্ত বিরোধ চলছিল। এ বিষয়ে একাধিকবার সালিশ হলেও সমস্যা মেটেনি। অভিযুক্তরা দলীয় প্রভাব খাটিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে। এ বিষয়ে বড়গাছী ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।