April 26, 2025, 10:08 am

রাজশাহী নিউমার্কেটে অগ্নিকাণ্ডে ফায়ার ফাইটার আহত

স্টাফ রিপোর্টার :
রাজশাহী নিউমার্কেটে অগ্নিকাণ্ডে ফায়ার ফাইটার আহত

রাজশাহী নিউমার্কেটের কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুন নেভাতে গিয়ে দেলোয়ার হোসেন নামে এক ফায়ার সার্ভিসের কর্মী আহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে নগরীর ষষ্ঠীতলা এলাকার এই মার্কেটের পেছনের অংশে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১১ থেকে ১২টি দোকান পুড়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, রাত পৌনে ১টার দিকে মার্কেটের পেছনের অংশে কাঁচাবাজারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। রাত ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে অতিরিক্ত ধোঁয়ায় ফায়ার ফাইটার দেলোয়ার হোসেন আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাছাড়া আর কেউ হতাহত হয়নি।
তিনি আরও বলেন, মার্কেটের ভেতরের অংশের কোনও দোকানের ক্ষতি হয়নি। পেছনের অংশে ১১ থেকে ১২টি সবজি ও মুদি দোকান পুড়ে গেছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com