রাজশাহী মহানগরীতে ইভারশাইন কোচিং পরিবারের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের যুগ্ম আহ্বায়ক মিন্টু, যুবদলের সদস্য মমিন, যুবনেতা আলমগীর হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাকিলুর রহমান সোহাগ, ছাত্রনেতা ওমি, যোহরুল ইসলাম জয়সহ আরও অনেকে।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয়। বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির উন্নতির জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
ইভারশাইন কোচিং পরিবারের পক্ষ থেকে এই আয়োজনে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানানো হয়।