April 17, 2025, 11:35 pm

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন ইভেন্ট আর্চারি

রাবি প্রতিনিধি ;
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন ইভেন্ট আর্চারি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্রীড়াঙ্গনে শিক্ষার্থীদের জন্য এই প্রথম নতুন ইভেন্ট হিসেবে যুক্ত হচ্ছে আর্চারি (তীরন্দাজি) খেলা। এ উপলক্ষ্যে বাংলাদেশ আর্চারি ফেডারেশন প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভা করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (১৫ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


পরে সকাল সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে খেলাটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।

এ সময় উপস্থিত ছিলেন – বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিন ও অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দীন খান, আর্চারি ফেডারেশনের সদস্য ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসউদ, জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল, আর্চারি ফেডারেশনের কোষাধ্যক্ষ আনিসুর রহমান, আর্চারি ফেডারেশনের কোচ মার্টিন ফ্রেডরিক।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ হাসান নকীব বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলায় ভালো অবদান রাখছে। দেশের মধ্যে আর্চারি খেলার প্রচলন বেশি একটা না থাকলেও আন্তর্জাতিক পরিমণ্ডলে আর্চারি খেলার ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বপরিমণ্ডলে আর্চারি খেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আর্চারি ফেডারেশনের সহযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ক্রীড়াঙ্গনে আজ থেকে আর্চারি খেলার যাত্রা শুরু হলো। শিক্ষার্থীরা নিয়মিত অনুশীলন করলে আর্চারিতেও ভালো করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল বলেন, স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা আর্চারি খেলতে পারলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন পারবে না? সেই জায়গা থেকেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর্চারি খেলা চালু করেছি। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও চালু করবো। আমরা চেষ্টা করবো বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ে এ খেলা চালু করার। আমাদের দক্ষ একজন কোচ রয়েছে, যার পরামর্শে শিক্ষার্থীরা অনুশীলন করলে আন্তর্জাতিক পর্যায়ে ভালো করবে বলে আমি আশাবাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com