রাজশাহীর শিমলার পাশে অবস্থিত নুর মসজিদের নতুন ওজুখানা ও বাথরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বাদ আসর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও নাইস হোটেলের মালিক খন্দকার হাসান কবির।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় মুসল্লিরা, সমাজসেবী ব্যক্তিবর্গ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সবাই নতুন ওজুখানা ও বাথরুম নির্মাণের জন্য মসজিদ কর্তৃপক্ষের প্রশংসা করেন এবং এটি মুসল্লিদের জন্য অত্যন্ত উপকারী হবে বলে মত প্রকাশ করেন।
প্রধান অতিথি খন্দকার হাসান কবির বলেন, “ধর্মীয় স্থানের উন্নয়ন ও মুসল্লিদের সুবিধার জন্য সবসময়ই কাজ করতে চাই। নুর মসজিদের এই উদ্যোগ প্রশংসনীয় এবং এটি মুসল্লিদের জন্য স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করবে।”
উল্লেখ্য, এই উন্নয়ন কাজের মাধ্যমে মুসল্লিরা আরও সুপরিসর ও পরিচ্ছন্ন পরিবেশে ওজু এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধা গ্রহণ করতে পারবেন।