July 13, 2025, 12:06 pm
শিরোনাম :
রাজশাহী সিটির জন্য ৩৮ দফা দাবি পেশ করল স্বার্থ সংরক্ষণ কমিটি রাজশাহীতে জুলাই এলায়েন্সের পরিচিতি সভা ও দোয়া মাহফিল সাবেক স্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে ব্যবসা দখলের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন “সাবেক দূতাবাস কর্মকর্তা লেদার অস্বচ্ছ দৌরাত্ম্যে উত্তাল রাজশাহী”-শীর্ষক সংবাদের প্রতিবাদ অসুস্থ ফরিদা পারভীনের খোঁজ নিলেন বেগম খালেদা জিয়া তানোরে মুরগির বিষ্ঠা ফেলার সময় গ্রামবাসীর হাতে ২টি ড্রাম ট্রাক আটক জামিনে মুক্তি পেলেন চাঁপাইনবাবগঞ্জের সেই বিএনপি নেত্রী বাঘায় খেয়া ঘাটে গভীর রাতে গুলি ছুড়ে স্পিডবোট ভাঙচুর, ইঞ্জিন খুলে নেয়ার অভিযোগ রাজশাহীতে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত রাবি উপাচার্যের সঙ্গে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতির সাক্ষাৎ

নুর মসজিদের ওজুখানা ও বাথরুমের শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার :

রাজশাহীর শিমলার পাশে অবস্থিত নুর মসজিদের নতুন ওজুখানা ও বাথরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বাদ আসর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও নাইস হোটেলের মালিক খন্দকার হাসান কবির।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় মুসল্লিরা, সমাজসেবী ব্যক্তিবর্গ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সবাই নতুন ওজুখানা ও বাথরুম নির্মাণের জন্য মসজিদ কর্তৃপক্ষের প্রশংসা করেন এবং এটি মুসল্লিদের জন্য অত্যন্ত উপকারী হবে বলে মত প্রকাশ করেন।

প্রধান অতিথি খন্দকার হাসান কবির বলেন, “ধর্মীয় স্থানের উন্নয়ন ও মুসল্লিদের সুবিধার জন্য সবসময়ই কাজ করতে চাই। নুর মসজিদের এই উদ্যোগ প্রশংসনীয় এবং এটি মুসল্লিদের জন্য স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করবে।”

উল্লেখ্য, এই উন্নয়ন কাজের মাধ্যমে মুসল্লিরা আরও সুপরিসর ও পরিচ্ছন্ন পরিবেশে ওজু এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধা গ্রহণ করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ