ঘটনার পর দুই যুবককে তাদের বাড়ি থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন- আব্দুর রশীদ সরকারের ছেলে মনির হোসেন সরকার ও জামাল মন্ডলের ছেলে কামরুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) মাহাবুর রহমান।
ভুক্তভোগীর পরিবার ও ওসি জানান, গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ওই প্রতিবন্ধী কিশোরীকে জোড় করে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায় মনির ও কামরুল। পরে তারা তুলে গিয়ে গিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে।
এদিকে অনেক সময় ওই কিশোরীকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। একপর্যায়ে স্থানীয়রা মেয়েটিকে বাড়ির পাশের আম বাগানের ভেতরে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এবং মেয়েটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে রাতেই ঘটনার সঙ্গে জড়িত মনির ও কামরুলকে তাদের বাড়ি থেকে আটক করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। মামলার পর গ্রেপ্তার দেখিয়ে তাদের বিকেলে আদালতে পাঠানো হবে।