নওগাঁ জেলার পত্নীতলা থানার শিহাড়া ইউনিয়নের পরানপুর গ্রামের বাসিন্দা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শিফাত রিজভীকে নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গত ৫ আগস্টের আগে পত্নীতলায় ছাত্র-জনতার ওপর হামলা চালানো ও এর পৃষ্ঠপোষকতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ওই ঘটনার জেরে বিক্ষুব্ধ জনতা তার বাড়ি পুড়িয়ে দেয়। এরপর দীর্ঘদিন এলাকা থেকে আত্মগোপনে থাকলেও সম্প্রতি তাকে আবারও এলাকায় দেখা যাচ্ছে।
অভিযোগ উঠেছে, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমঝোতা করে তিনি পুনরায় এলাকায় প্রভাব বিস্তার করছেন। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। অনেকে মনে করছেন, তার ফিরে আসা এবং পুলিশের নীরব ভূমিকা নতুন করে আতঙ্কের সৃষ্টি করতে পারে।
স্থানীয় এক বাসিন্দা (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, “যে লোক এক সময় হামলার নেতৃত্ব দিয়েছিল, তার আজ নির্ভয়ে ঘুরে বেড়ানো আমাদের হতাশ করেছে। প্রশাসনের উচিত এর সঠিক তদন্ত করা।”
এ বিষয়ে পত্নীতলা থানার ওসির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
এলাকার সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে পরিস্থিতি অশান্ত হয়ে না ওঠে।