পাবনার সাঁথিয়া উপজেলায় নছিমনের ধাক্কায় সিএনজিতে থাকা দুইজন যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অন্তত দুইজন আহত হয়েছেন। শুক্রবার (১৪ মার্চ) বিকেল তিনটার দিকে পাবনা-সাঁথিয়া আঞ্চলিক মহাসড়কের নন্দনপুর হাটবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাবনার আটঘরিয়া উপজেলার কৈজুড়ী শ্রীপুর এলাকার আজিজুল হক (৪০) এবং তার ছেলে আবু হুরাইরা (৩)। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে সাঁথিয়া থেকে যাত্রীবাহী সিএনজি মাথপুর এলাকার দিকে যাচ্ছিলো। পথমধ্যে নন্দনপুর হাটবাড়িয়া এলাকায় পৌছালে একটি ইঞ্জিলচালিত নছিমন সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা চারজন যাত্রী আহত হয়। পরে আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিজুল ও তার ছেলে আবু হুরাইরাকে মৃত ঘোষণা করেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, কলিট তালুকদার (পাবনা