March 15, 2025, 12:07 pm

অভিযান চালিয়ে পাকিস্তানের ট্রেনের ১০৪ যাত্রী উদ্ধার, ১৬ হামলাকারী নিহত

Reporter Name

এ হামলার মোট কতোজন হতাহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেনের চালকসহ অন্তত ১০ নিহত হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, সশস্ত্র হামলাকারীদের বড় একটি দল, যাদের কাছে স্বয়ংক্রিয় অস্ত্র ও রকেট লঞ্চার আছে তার জিম্মিদের নিয়ে নিকটবর্তী পর্বতে আশ্রয় নিয়েছে। যাওয়ার আগে তারা বিস্ফোরক দিয়ে রেললাইন উড়িয়ে দিয়ে যায়।

জিও নিউজ জানিয়েছে, যে যাত্রীদের উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে ৫৮ পুরুষ, ৩১ নারী ও ১৫ শিশু রয়েছে। বাকি জিম্মিদের উদ্ধারে অভিযান চলমান আছে।

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, জাফর এক্সপ্রেসের উদ্ধার পাওয়া যাত্রীদের মধ্যে ৫৭ জনকে বুধবার ভোরে কোয়েটায় পাঠানো হয়েছে, আরও ২৩ জন মাখ শহরে রাখা হয়েছে।

নিরাপত্তা বাহিনীর অভিযানের পর সশস্ত্র হামলাকারীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে পড়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। অভিযান চলাকালে আহত ১৭ যাত্রীকে চিকিৎসার জন্য দ্রুত নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।

বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) এ হামলার দায় স্বীকার করেছে বলে রয়টার্স জানিয়েছে।

হামলার খবর পাওয়ার পর পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বহু প্রতিবন্ধকতা পেরিয়ে পর্বতময় বন্ধুর ওই এলাকায় অভিযান শুরু করে। বেসামরিকদের উপস্থিতি থাকায় অভিযানটি খুব সতর্কতার সঙ্গে পরিচালিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ