July 13, 2025, 12:06 pm
শিরোনাম :
রাজশাহী সিটির জন্য ৩৮ দফা দাবি পেশ করল স্বার্থ সংরক্ষণ কমিটি রাজশাহীতে জুলাই এলায়েন্সের পরিচিতি সভা ও দোয়া মাহফিল সাবেক স্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে ব্যবসা দখলের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন “সাবেক দূতাবাস কর্মকর্তা লেদার অস্বচ্ছ দৌরাত্ম্যে উত্তাল রাজশাহী”-শীর্ষক সংবাদের প্রতিবাদ অসুস্থ ফরিদা পারভীনের খোঁজ নিলেন বেগম খালেদা জিয়া তানোরে মুরগির বিষ্ঠা ফেলার সময় গ্রামবাসীর হাতে ২টি ড্রাম ট্রাক আটক জামিনে মুক্তি পেলেন চাঁপাইনবাবগঞ্জের সেই বিএনপি নেত্রী বাঘায় খেয়া ঘাটে গভীর রাতে গুলি ছুড়ে স্পিডবোট ভাঙচুর, ইঞ্জিন খুলে নেয়ার অভিযোগ রাজশাহীতে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত রাবি উপাচার্যের সঙ্গে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতির সাক্ষাৎ

সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি: প্রধান উপদেষ্টা

হাসান বিশ্বাস

জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস বলেছেন, ‘সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি। মানুষের ব্যক্তি সত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সমাজসেবা অধিদপ্তরের আয়োজিত ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ড. ইউনূস মনে করিয়ে দেন যে সমাজসেবা শুধুমাত্র একটি মন্ত্রণালয়ের কাজ নয়; এটি প্রতিটি মানুষের দায়িত্ব।

তিনি বলেন, ‘সমাজসেবা মন্ত্রণালয়ের কাজ হলো মানুষকে মনে করিয়ে দেওয়া যে সমাজের প্রতি সেবা ও দায়িত্ব পালন সবার কর্তব্য। এ দিবসটি পালনের উদ্দেশ্য হলো যেন দেশের সবাই এই দায়িত্ব ভুলে না যায়।’

ড. ইউনূস আরও উল্লেখ করেন, ‘শুধু ব্যক্তিগত কল্যাণ নয়, জনস্বার্থেও কাজ করা উচিত। সামাজিক ব্যবসার মাধ্যমে মানুষের সেবা নিশ্চিত করা সম্ভব। ব্যক্তি যখন নিজের শক্তি কাজে লাগায় এবং অন্যদের কল্যাণে কাজ করে, তখনই সমাজে ইতিবাচক পরিবর্তন আসে।

তিনি আশাবাদ প্রকাশ করেন যে জাতীয় সমাজসেবা দিবসের মাধ্যমে দেশের সব স্তরের মানুষ নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হবে। ‘এই আহ্বান সবার কাছে পৌঁছাবে,’ বলেন ড. ইউনূস। সূত্র- ইত্তেফাক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ