March 15, 2025, 11:23 am

সিএমপির বন্দর থানায় ১০ জুয়ারি আটক

বাবুল হোসেন বাবলা। সিনিয়র প্রতিবেদক চট্টগ্রাম।

চট্টগ্রাম মহানগর সিএমপির বন্দর থানাধীন এসআই (নিঃ) মোঃ ফয়সাল সরোয়ার সঙ্গীয় ফোর্স ইসহাক ডিপো আদর্শ পাড়া মোড়স্থ ডিপোর ম্যাচঘরে পুলিশি অভিযানে ১০জুয়াড়ী কে খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ আটক করেছেন বলে জানায় থানা পুলিশ।

আটক কৃতরা হচ্ছেন
১। হুমায়ুন কবীর (৩৬), ২। মো: হাশিম (৩৫), ৩। মো: ফারুক (৩৬), ৪। আরাফাত (২৬), ৫। মো: বাবু (২৯), ৬। মো: রাকিবুল হাসান (২৮), ৭। মো: মাসুদ (২৩), ৮। মো: ওসমান আলী (২৬), ৯। মো: আরিফ (২৩) ও ১০। সাজ্জাদ হোসেন (২৩)।
আটককৃতদের বিরুদ্ধে সিএমপি বন্দর থানার অধর্তব্য মামলা নং-৩০, তারিখ ২৯ শে মার্চ দায়ের করে বিঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ