March 15, 2025, 10:37 am

বই উৎসব নিয়ে এনসিটিবির সব পরিকল্পনা ব্যর্থ

Reporter Name

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নতুন বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দেওয়ার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। তবে শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিন দু-তিনটি বই তুলে দিতে নানা পরিকল্পনা করেছিল এনসিটিবি। কিন্তু তাদের সেই পরিকল্পনাও সফল হয়নি। কোন শ্রেণির শিক্ষার্থীরা কবে বই পাবে, তা জানাতে পারছে না স্কুলগুলো।

এত দিন বছরের প্রথম দিন বই উৎসব অনেকটা সর্বজনীন উৎসবের মতো ছিল। এ বছর বই ছাপতে দেরি হওয়ায় হচ্ছে না সেই উৎসব।

আগামী ২০ জানুয়ারির মধ্যে এনসিটিবি সব বইয়ের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও তা শেষ করতে ফেব্রুয়ারি মাসের পুরোটা লাগতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এমন পরিস্থিতিতে আজ বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন করবেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

তবে এই অনলাইন বই ডাউনলোড করে শিক্ষার্থীদের পক্ষে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এনসিটিবি সূত্র জানায়, প্রথম থেকে তৃতীয় শ্রেণির বেশির ভাগ বই এরই মধ্যে ছাপা হয়েছে এবং তা উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে। ফলে এই তিন শ্রেণির বেশির ভাগ শিক্ষার্থী বছরের প্রথম দিন বই পাবে। তবে অন্যান্য শ্রেণির কত শতাংশ বই ছাপা হয়েছে, তার সঠিক পরিসংখ্যান পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ