February 6, 2025, 1:22 pm

৭নং ওয়ার্ডে নৌকা প্রতীকের মেয়র প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী পথসভা

জি আর রনক :
৭নং ওয়ার্ডে নৌকা প্রতীকের মেয়র প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী পথসভা

আসন্ন ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করতে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় চণ্ডীপুর প্লেসক্লাব মাঠে ৭নং ওয়ার্ডের এলাকাবাসীর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনী পথ সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।

পথসভায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, মহানগর আওয়ামী লীগের সৈয়দ শাহাদত হোসেন, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, জাসদ রাজশাহী মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী সহ সর্বস্তরের জনসাধারণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ