February 11, 2025, 1:14 am

৩ সন্তান নেবেন জাহ্নবী, বিয়ে করবেন তিরুপতি মন্দিরে

বিনোদন ডেস্ক :-
৩ সন্তান নেবেন জাহ্নবী, বিয়ে করবেন তিরুপতি মন্দিরে

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর ক্যারিয়ারের খুব অল্প সময়েই সিনেপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন। তার ভক্ত-অনুরাগীদের সঙ্গে বেশ ভালো যোগসাজশ রয়েছে অভিনেত্রীর। তাই দ্রুতই মনের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন তার ভক্ত-অনুরাগীদের মাঝে। এবার অভিনেত্রী জানালেন তার ব্যক্তিগত জীবন নিয়েও নানা পরিকল্পনার কথা। বিশেষ করে বিয়ে, সংসার ও সন্তানের কথা অকপটে জানালেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর।

সম্প্রতি বলিউড ট্রেড অ্যানলিস্ট তথা ছবি সমালোচক কোমল নাহতার চ্যাট শোতে হাজির হয়ে বিয়ে ও তার পরবর্তী জীবনের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। অন্যান্য তারকার মতো ডেস্টিনেশন ওয়েডিং কিংবা জমকালো আয়োজনে বিয়ে করার কোনো পরিকল্পনা নেই জাহ্নবী কাপুরের।

তিনি বলেন, তিরুপতির মন্দিরে গিয়েই বিয়ে করার ইচ্ছা আমার। জাঁকজমকে ভরা বিয়ের দরকার নেই। পাশাপাশি তিরুপতি অঞ্চলেই নিজের পরিবারের সঙ্গে থাকব। শুধু তাই নয়, তিন সন্তান হবে আমাদের। নিজের বিয়েতে কাঞ্জিভরম শাড়িতে সেজে ওঠারও ইচ্ছা রয়েছে বলে জানান জাহ্নবী। তাহলে কি খুব শিগগির বিয়ের সানাই বাজতে চলেছে বনি কাপুরের বাড়িতে? যদিও সে বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।

জাহ্নবী বলেন, প্রতিদিন কলাপাতায় একসঙ্গে খাব আমরা। গোবিন্দ গোবিন্দ নাম জপ করব। কখনো বা আবার মণিরত্নমের সিনেমার গান চালিয়ে একমনে শুনব। তিনি বলেন, যখন সময় পাব— স্বামী লুঙ্গি পরে বিশ্রাম করবে, তখন তার মাথায় যত্ন করে তেল মালিশ করে দেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ