February 11, 2025, 3:12 am

স্ত্রী আওয়ামী লীগের লিফলেট বিতরণের পর স্বামী আটক

স্টাফ রিপোর্টার :
স্ত্রী আওয়ামী লীগের লিফলেট বিতরণের পর স্বামী আটক

রাজশাহীর পুঠিয়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মৌসুমী রহমানের স্বামী অহিদুর রহমানকে (৪৫) আটক করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার পঁচামাড়িয়া গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।

অহিদুরের স্ত্রী মৌসুমী রহমান উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান। গতকাল সোমবার রাতে তিনি এলাকায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ করেন। ওই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর মৌসুমীকে গ্রেপ্তারে তাঁর বাড়িতে অভিযান চালায় পুলিশ। তবে তাঁকে বাড়িতে পাওয়া যায়নি।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন আজকের পত্রিকাকে বলেন, মৌসুমীকে বাড়িতে পাওয়া যায়নি। সকালে স্থানীয় লোকজন তাঁর স্বামী অহিদুরকে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে আটক করে। অহিদুর আওয়ামী লীগ বা সহযোগী কোনো সংগঠনের পদে নেই। তবে তিনি আওয়ামী লীগের কর্মী।

ওসি আরও বলেন, পাঁচ মাস আগে হওয়া একটি নাশকতার মামলায় অহিদুরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অহিদুর মামলার এজাহারভুক্ত আসামি নন। ‘তদন্তে প্রাপ্ত’ আসামি হিসেবে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। মৌসুমী রহমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ