রাজশাহীর চারঘাটে এক অবৈধ পুকুর খননকারীকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পাগলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়। এর আগে অবৈধ পুকুর খননকারীদের নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি স্থানীয় প্রশাসনের দৃষ্টিগোচর হলে নড়েচড়ে বসে প্রশাসন।পরে পুকুর খননকারীকে আটক করে কারাদণ্ড এবং ভেকু মেশিনের মালিককে নগদ অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জানা যায়, সংবাদ প্রকাশের জেরে রোববার বিকেলে পুলিশের চারঘাট-বাঘার সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রনব কুমারকে সঙ্গে নিয়ে অবৈধ পুকুর খনন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলার ভায়ালক্ষিপুর ইউনিয়নের পাগলপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে রবিউল ইসলাম ওই এলাকায় আমের বাগান কেটে অবৈধভাবে পুকুর খনন করায় রবিউল ইসলাম ও ভেকু মেশিন মালিককে আটক করা হয়।
এ সময় পুকুর খননকারী রবিউল ইসলামকে ১ মাসের কারাদণ্ড এবং ভেকু মেশিন মালিককে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অবৈধ পুকুর খননের ফলে চারঘাটে আবাদী জমি কমে যাচ্ছে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দেখা দিয়ে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এমন খবর জানতে পেরে গত ৩ এপ্রিল চারঘাটের একটি অনুষ্ঠান শেষ করে অবৈধ পুকুর খনন করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন চারঘাট-বাঘার সংসদ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।