February 6, 2025, 1:30 pm

সি ইউনিট ভুক্ত ‘বিজ্ঞান অনুষদ দিয়ে কাল শুরু ভর্তিযুদ্ধ, মুখরিত ক্যাম্পাস

রাবি প্রতিনিধি :
সি ইউনিট ভুক্ত ‘বিজ্ঞান অনুষদ দিয়ে কাল শুরু ভর্তিযুদ্ধ, মুখরিত ক্যাম্পাস

সি ইউনিট ভুক্ত ‘বিজ্ঞান’ অনুষদের ২৬টি বিভাগের পরীক্ষা দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ইতিমধ্যে ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে রাবি কর্তৃপক্ষ।

২৯ মে সি ইউনিট ভুক্ত ‘বিজ্ঞান’ অনুষদের পর ৩০ মে ‘এ’ ইউনিট ভুক্ত কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদের ২৭টি বিভাগ এবং ৩১ মে ‘বি’ ইউনিটে বিজনেস স্টাডিজ অনুষদ ভুক্ত ৬টি বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার তিন হাজার ৯৩০টি আসনের বিপরীতে তিন ইউনিট মিলিয়ে কোটাসহ চূড়ান্ত আবেদন জমা পড়েছে মোট এক লাখ ৭৮ হাজার ৫৭৪টি। এ হিসেব অনুযায়ী ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়াই করবে ৪৫ জন ভর্তিচ্ছু।
কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে মোট পরীক্ষার্থী ৭২ হাজার ৬৫ জন, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৬৭৫ জন এবং বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান ভূ-বিজ্ঞান অনুষদ ভুক্ত ‘সি’ ইউনিটে ৭৫ হাজার ৮৫১ জন। এবার একক আবেদনকারীর সংখ্যা ১ লক্ষ ৫৫ হাজার ৮১৬টি।
প্রতি ইউনিটে চার শিফট করে মোট ১২ শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের পরীক্ষা প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা থেকে দুপুর ১২টা, দুপুর ১টা থেকে বেলা ২টা এবং বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

১০০ নম্বরে এক ঘণ্টার পরীক্ষায় বহুনির্বাচনি প্রশ্ন থাকবে ৮০টি। এতে প্রতি ৪টি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে পরীক্ষার্থীদের।

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করতে ২৫ ধরণের নির্দশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া পরীক্ষায় কোনো ধরনের জালিয়াতি বা অসদুপায় ঠেকাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি মাঠে কাজ করবে চার স্তরের নিরাপত্তা রক্ষাকারী বাহিনী।

পরীক্ষা চলাকালে অভিভাবকদের অপেক্ষার জন্য শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) বসার ব্যবস্থা রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ১১টি ওয়াটারপ্রুফ টেন্ট স্থাপন করা হয়েছে। প্রতিটি টেন্টে অভিভাবকদের বসার জন্য ২০০টি করে চেয়ার থাকবে। পরীক্ষা দিতে দেশের নানা প্রান্ত থেকে ইতোমধ্যে নগরীতে আসা শুরু করেছেন ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকরা। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার্থে আবাসিক হলগুলোতে পরীক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। ছাত্রী জিমনেশিয়ামে মহিলা অভিভাবকদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও পশ্চিম পাড়ায় আবাসিক এলাকায় ৯০ নম্বর বাসায় অভিভাবকদের থাকার সীমিত ব্যবস্থা করা হয়েছে।

ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে পরীক্ষা চলাকালে রাবি চিকিৎসা কেন্দ্র পরিচালিত একটি মেডিকেল টিম গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কোয়ান্টাম ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ২ সদস্যের একটি মেডিকেল টিম এবং ৬টি অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক চিকিৎসা সহায়তা প্রস্তুত থাকবে বলে গতকাল সংবাদ সম্মেলনে উপাচার্য জানিয়েছেন।

ভর্তিচ্ছু শিক্ষার্থী-অবিভাবকদের পদচারণায় মুখর ক্যাম্পাস–
এদিকে ভর্তি পরীক্ষাকে সামনে রেখে রবিবার (২৮ মে) সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন ভর্তিচ্ছুরা। তাদের একাংশই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে অবস্থান নিতে দেখা গেছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, অনেকেই যথাসময়ে বাস-ট্রেনের টিকিট না পেয়ে ভর্তি পরীক্ষায় আগেই ক্যাম্পাসে আসতে হচ্ছে।

কথা হয় এক ভর্তিচ্ছুর সাথে। শেখ শাওন রাসেল নামের ওই শিক্ষার্থী বলেন, গতবার এখানে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম। কিন্তু দুর্ভগ্য চান্স হয় নি। তাই এবার আবার পরীক্ষা দিতে এসেছি। গতকাল ক্যাম্পাসে এসে হলে এক বড় ভাইয়ের রুমে উঠেছি, এখন একটু ঘুরছি ক্যাম্পাসে।

ভর্তি নিয়ে সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সুলতান-উল ইসলাম বলেন, পূর্বে যেসকল প্রস্তুতি নিয়ে আমরা সফল ভাবে পরীক্ষা সম্পন্ন করতে পেরেছিলাম এবারো ঠিক সেভাবে সব প্রস্তুস্তি নেওয়া হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রতিটি পয়েন্টে হেল্প ডেক্স, পুলিশ, বিএসিসি, রোভার স্কাউট থাকবে। তাই পরীক্ষার্থী বা অভিভাবক কোন সমস্যায় পড়লে তাদের কাছে বললে তারা সহযোগীতা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ