সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার আসামীকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা।আটককৃত জাকির হোসেন জুলহক (৩০) সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার চালা গ্রামের আবুল হোসেনের ছেলে।
তাকে মঙ্গলবার ভোররাতে রাজশাহী মহানগরের রাজপাড়া থানাধীন বহরমপুর এলাকা হতে অভিযান চালিয়ে আটক করা হয়। র্যাব-১২ এর অধিনায়ক মারুফ হোসেন পিপিএম ও স্থানীয়রা জানান, জাকির হোসেন জুলহক এলাকার এক মেয়েকে বলে বিয়ের প্রলোভনে ধর্ষন করে। পরে মেয়েটি বিয়ের জন্য চাপ দিলে ধর্ষনে ধারণকৃত ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়।
এ বিষয়ে গত ৬ মে উল্লাপাড়া থানায় জাকির হোসেন জুলহককে অন্যতম আসামী করে একটি মামলা দায়ের করা হয়।এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।