February 11, 2025, 1:37 am

সাঁথিয়ায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি :
সাঁথিয়ায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের হাটবাড়িয়া ব্লকে “কৃষিই সম্মৃদ্ধ” পতিপাদ্যকে সামনে রেখে উচ্চ ফলনশীল বারিগম ৩৩ এর বীজ সংরক্ষণ বিষয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার হাটবাড়িয়া ব্লকের বোয়াইলমারী গ্রামে আধুনিক প্রযুক্তি সম্প্রসারনের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কৃষক মাঠ দিবসে সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জীব কুমার গোস্বামী প্রধান অতিথির বক্তব্য দেন।

উচ্চ ফলণশীল বারিগম ৩৩ জাতের বিভিন্ন গুনাগুন ও গমবীজ সংরক্ষন প্রক্রিয়াসহ চাষের বিভিন্ন দিক কৃষকদের মাঝে তুলে ধরেন। এছাড়াও জৈব সার ব্যবহারের সুফল ও রাসায়নিক সার ও ক্রিটনাশক ব্যবহারের কুফল সম্পর্কে আলোচনা করেন। সাঁথিয়া উপজেলা কৃষি অফিসের আয়োজনে হাটবাড়িয়া ব্লকের উপসহকারি কৃষি কর্মকর্তা আঃ মান্নানের সঞ্চালনায় আরো আলোচনা করেন উপসহকারি কৃষি কর্মকর্তা রেজাউল করিম, উপসহকারি কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার দাস, গম চাষী শফিকুল ইসলাম প্রমুখ। কৃষক মাঠ দিবসে স্থানীয় বিভিন্ন পর্যায়ের কৃষক- কৃষাণী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ