যুক্তরাষ্ট্রের বিলিয়ন ডলারের প্রযুক্তি প্রতিষ্ঠান ক্যাশ অ্যাপের প্রতিষ্ঠাতা বব লি ছুরিকাহত হয়ে মারা গেছেন। তার পরিবার জানিয়েছে, ক্যালিফোর্নিয়া রাজ্যের সান ফ্রান্সিসকোতে মঙ্গলবার (৪ এপ্রিল) তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়।
বব লি ছুরির আঘাতে মারাত্মক আহত হয়ে দীর্ঘ সময় রাস্তায় পড়ে ছিলেন। যে এলাকা থেকে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়— সেখানকার সিসিটিভি ফুটেজে দেখা গেছে ছুরিকাহত বব লি নির্জন রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ির কাছে দুলতে দুলতে যাচ্ছেন। সেখানে নিজের গায়ের জামা তুলে গাড়ির চালককে দেখান তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। কিন্তু ওই গাড়ির চালক তাকে সাহায্য না করে চলে যান। এর কিছুক্ষণ পরই সেখানে পড়ে যান বব। পরবর্তীতে রিংকন হিল নামক একটি এলাকা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই সময় তার বুকে দুটি আঘাত দেখা যায়।
কে বা কারা এবং কী কারণে বব লিকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে সেটি এখনো খুঁজে বের করতে পারেনি পুলিশ।
সাম্প্রতিক সময়ে সান ফ্রান্সিসকোতে অপরাধের মাত্রা অনেকাংশে বেড়েছে। প্রযুক্তি কোম্পানির প্রতিষ্ঠাতা বব লি ছুরিকাহত হয়ে মারা যাওয়ার পর সেখানকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি আবারও সামনে এসেছে।
বব লির বাবা ফেসবুকে ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ‘আমি আমার সবচেয়ে প্রিয় বন্ধুকে হারিয়েছি। আমার ছেলে বব মঙ্গলবার সকালে সান ফ্রান্সিসকোর রাস্তায় প্রাণ হারিয়েছে।’
বব বসবাস করতেন ফ্লোরিডার মিয়ামিতে। কিন্তু একটি ব্যবসায়িক সম্মেলনে অংশ নিতে সান ফ্রান্সিসকোতে গিয়েছিলেন তিনি। সেখানে কয়েকজন বন্ধুর সঙ্গেও দেখা করেছিলেন। কিন্তু এরপরই এমন ঘটনার মুখোমুখি হতে হয় তাকে।
৪৩ বছর বয়সী এ প্রযুক্তি উদ্যোক্তার মৃত্যুর পর যুক্তরাষ্ট্রের বড় ব্যবসায়ী ও উদ্যোক্তারা শোক জানিয়েছেন।