February 9, 2025, 9:01 am

সমকামীতার অভিযোগে যা বললেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক :

ভারতীয় মডেল-অভিনেত্রী আনজুম ফাকিখ। ‘এক থা রাজা এক থি রানী’ ধারাবাহিকে অভিনয় করে নজর কেড়েছেন। কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, আনজুম সমকামী। কয়েকটি স্থিরচিত্রকে কেন্দ্র করে এই গুঞ্জনের সূত্রপাত হয়েছে।

অভিনেত্রী শ্রদ্ধা আরিয়ার সঙ্গে তোলা আনজুমের কিছু ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, শ্রদ্ধার হাত আনজুমের বুকের ওপরে। মূলত, এসব ছবিকে কেন্দ্র করে গুঞ্জন উড়ছে— আনজুম সমকামী। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন আনজুম।

টাইমস অব ইন্ডিয়া আনজুম বলেন, ‘মানুষ মনে করছেন আমি নারীদের প্রতি আগ্রহী। এ কথা শুনতে পছন্দ করি। কিন্তু এটা (সমকামী) আমি নই। আর এ বিষয়টি সবার কাছে পরিষ্কার করতে চাই।’

ব্যাখা করে আনজুম বলেন, ‘আমি আমার বান্ধবীদের খুব কাছের মানুষ। কখনো কখনো গালের পরিবর্তে আমি তাদের ঠোঁটে ঠোঁট রাখি। আর মানুষ মনে করে আমি মেয়েদের প্রতি আগ্রহী। কিন্তু এরকম কিছু না। আমি আমার বান্ধবীদের অনেক ভালোবাসি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ