February 9, 2025, 9:17 am

শিবগঞ্জে অটোভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
শিবগঞ্জে অটোভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অটোভ্যান থেকে পড়ে চার বছরের এক শিশু কন্যা নিহত হয়েছে। নিহত শিশু উপজেলার দূর্লভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর গ্রামের মইনুল ইসলামের মেয়ে মাশরুফা খাতুন (৪)।

গতকাল শনিবার (১৫ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের ভবানীপুর হাফিজিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মাশরুফা খাতুন অটোভ্যান যোগে খালার বাড়ি ভবানীপুর বেড়াতে যাচ্ছিল। এ সময় গলায় থাকা ওড়না অটোভ্যানটির চাকার সাথে পেঁচিয়ে গেলেও সড়কে পড়ে গুরুত্বর আহত হয় মাশরুফা।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। শ্যামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ