February 6, 2025, 12:39 pm

শিক্ষা প্রতিষ্ঠানের আয়া পদে নিয়োগ প্রদানে অনিয়ম ও দূর্নীতি

হুমায়ুন কবীর,স্টাফ রিপোর্টার :
শিক্ষা প্রতিষ্ঠানের আয়া পদে নিয়োগ প্রদানে অনিয়ম ও দূর্নীতি

রাজশাহী জেলার পবা উপজেলাধীন বাগসারা উচ্চ বিদ্যালয়ে আয়া পদে নিয়োগ প্রদানে অনিয়ম, দূর্নীতি ও ঘুষ নিয়ে নিয়োগ প্রদানের অভিযোগ উঠে আসে। ঘুষের টাকা দিতে না পারায় উক্ত পদে চাকুরী হারালেন স্থানীয় অসহায় ও দরিদ্র পরিবারের মেয়ে মীম। ন্যায় বিচার পাবার আশায় মীম ৪০৯/৫০৬ ধারায় একটি মামলা দায়ের করেন, মামলা নং ৯০সি/২০২৩ (পবা) রাজশাহী আমলী আদালত।

ঘটনার বর্ননায় জানা যায়, পবা উপজেলার বাগসারা উচ্চ বিদ্যালয়ে সরকারি নিয়োগ বিধি মোতাবেক ৪/১২/২০২২ ইং তারিখে স্থানীয় একটি দৈনিক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিদ্যালয়ে নিয়োগ পাবার জন্য মীম খাতুন স্ব হস্তে একটি লিখিত আবেদন প্রধান শিক্ষক বরাবর করেন। আবেদন পত্র যাচাই-বাছাই করে বিদ্যালয়ের পক্ষ থেকে গত ৮/৫/২০২৩ তারিখ বেলা ২ টায় লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণের জন্য মীম খাতুন কে ডাকা হয়। মীম খাতুন লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণ করে শতভাগ নির্ভুল পরীক্ষা দিয়ে উত্তীর্ন হয়। ভালো ফলাফল করেও মীম খাতুনকে নিয়োগ প্রদান করা না হলে মীম খাতুন বিভিন্ন ভাবে অনুসন্ধান করে জানতে পারে নিয়োগ বোর্ড ও ম্যানেজিং কমিটি যোগসাজশ করে ঘুষ ডোনেশন অর্থ প্রদানকারী অপর এক প্রার্থীকে নিয়োগ দেয়। ভুক্তভোগী পরিবারের দেয়া তথ্য মতে মীম খাতুনের মা রুমা বেগম বিগত ১৫ বছর যাবৎ ঐ শিক্ষা প্রতিষ্ঠানে মাত্র ৭০০ টাকা মাসিক মজুরিতে অস্থায়ী ভাবে কাজ করতেন।

বিজ্ঞ মহলের মতামত রুমা ও তার মেয়ের প্রতি কলেজ কতৃপক্ষ অমানবিক আচরন করেছে, পরিবারটি বর্তমানে অর্থনৈতিক ভাবে পঙ্গু হয়ে গেছে।

ন্যায় বিচার পাবার আশায় মীম খাতুন জেলা প্রশাসক, শিক্ষা অধিদপ্তর, পবা নির্বাহী কর্মকর্তা ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর কলেজ কতৃপক্ষ ও নিয়োগ কমিটির অনিয়ম ও দূর্ণীতির চিত্র তুলে ধরে।
এছাড়া মামলার নথি থেকে জানা যায়, কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক যোগ সাজোস করে অপর প্রার্থীর নিকট থেকে মোটা অংকের টাকা ঘুষ নিয়ে অনৈতিক ভাবে প্রভাবিত হয়ে মীম খাতুন এর চাকরি করার পথটি বন্ধ করে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ