February 9, 2025, 7:45 am

রাসিক এর কাউন্সিলর পদপ্রার্থী আরমান আলীর মনোনয়নপত্র উত্তোলন

জি.আর রনক :

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে রাসিক’র ২৪নং ওয়ার্ড এর বর্তমান কাউন্সিলর আরমান আলী মনোনয়নপত্র উত্তোলন করেছেন।মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ গোলাম মোস্তফা’র নিকট থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন তিনি। এ সময় কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আরমান আলী’র সাথে রাসিক ২৪নং ওয়ার্ডের সর্বস্তরের প্রায় তিনশতাধিক ভোটার উপস্থিত ছিলেন।

রাসিকের ২৪ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আরমান আলী বলেন, আমি নির্বাচিত হলে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই। যেহেতু আমি বর্তমান রানিং কাউন্সিলর। ওয়ার্ডবাসী আমাকে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার সুযোগ দেবে।

রাসিক এর কাউন্সিলর পদপ্রার্থী আরমান আলীর মনোনয়নপত্র উত্তোলন

জানা যায়, গত রোববার থেকে গত তিনদিনে মেয়র পদে মনোনয়নপত্র উত্তোলন না হলেও সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র উত্তোলন হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সংরক্ষিত পদে ১৬ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ