রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি তৌসিফ কাইয়ুম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুস সবুর লোটাস।
এসময় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এবং বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর এবং রাবিসাসের সাবেক সভাপতি মলয় কুমার ভৌমিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, আজকের ইফতার অনুষ্ঠানের মাধ্যমে সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় হওয়ার সুযোগ হয়েছে।
বস্তুনিষ্ঠ এবং সত্যনিষ্ট সংবাদ পরিবেশন করার মাধ্যমে সাংবাদিকরা জাতির অগ্রণী ভূমিকা পালন করছে। দেশের উন্নয়নের যে অগ্রগতি তা সকল মানুষকে জানানো দরকার। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিনিধি হয়ে কোনো সংবাদ পরিবেশন না করে সাংবাদিকরা সত্যনিষ্ট সংবাদ পরিবেশন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করবেন৷ এসময় রাবি সাংবাদিক সমিতির সভাপতি তৌসিফ কাইয়ুম বলেন, ‘এই ইফতার অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সাংবাদিকদের উপস্থিতিতে একটি সম্মিলিত ভ্রাতৃত্বের সৃষ্টি হয়েছে। আমরা চাই এর মধ্যে দিয়ে দেশব্যাপী যে রাজনৈতিক অস্থিরতা তার অবসান ঘটুক। মুক্তিযুদ্ধের চেতনা লালন করে গোটা দেশ ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। সেই সাথে দেশে সাংবাদিকদের ওপর ইদানীং অস্বাভাবিকভাবে যে চড়াও হওয়ার প্রতিযোগিতা চলছে তা অত্যন্ত দুঃখজনক।
আমরা স্বাধীন সাংবাদিকতার পরিবেশ চাই।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, বিভিন্ন আবাসিক হলের প্রাধ্যক্ষগণ, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলামসহ রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা। এছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন৷