February 9, 2025, 9:02 am

রাবির ‘বি’ ইউনিট: ভর্তিচ্ছুদের যা জানা প্রয়োজন

রাবি প্রতিনিধি :
রাবির ‘বি’ ইউনিট: ভর্তিচ্ছুদের যা জানা প্রয়োজন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৯ মে শুরু হবে। এবারে তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রত্যেক ইউনিটে (এ, বি, সি) ৭২ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। বরাবরই বাণিজ্য বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করা শিক্ষার্থীদের পছন্দের তালিকায় থাকে এই বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিট। পাশাপাশি অ-বাণিজ্য (বিজ্ঞান ও মানবিক) বিভাগের শিক্ষার্থীরাও এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবে।

এক নজরে ‘বি’ ইউনিট
এই ইউনিটে রয়েছে বিজনেস স্ট্যাডিজ অনুষদের ছয়টি বিভাগ ও ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)। বিভাগগুলো হলো- হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ, ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগ, মার্কেটিং বিভাগ, ফাইন্যান্স বিভাগ, ব্যাংকিং ও ইনসুরেন্স বিভাগ এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ।

আসন সংখ্যা
‘বি’ ইউনিটে আসন সংখ্যা রয়েছে ৫২০টি। বাণিজ্য শাখার জন্য ৩৮০টি, বিজ্ঞান শাখার ১১৮টি এবং মানবিক শাখার জন্য ২২টি আসন।

আবেদন
এরই মধ্যে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এই ইউনিটে প্রাথমিক আবেদন জমা পড়েছে ৯৮ হাজার ৬৪৪টি। প্রাথমিক আবেদন থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রথম ধাপের চূড়ান্ত আবেদন প্রক্রিয়া চলছে। শেষ হবে ১৫ এপ্রিল। আগেই জানানো হয়েছে যে, প্রতিটি ইউনিটে ৭২ হাজার শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। এই ধাপে ৭২ হাজার পূর্ণ না হলে পরবর্তীকালে আরো তিনটি ধাপে চূড়ান্ত আবেদন গ্রহণ করা হবে। দ্বিতীয় ধাপের সময়সীমা হল ১৭ এপ্রিল দুপুর ১২টা থেকে ১৯ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট; তৃতীয় ধাপের সময়সীমা হল ২৫ এপ্রিল দুপুর ১২টা থেকে ২৯ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট এবং চতুর্থ ধাপের সময়সীমা ১ মে দুপুর ১২টা থেকে ২ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ‘বি’ ইউনিটে চূড়ান্ত আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১০০ টাকা (সার্ভিস চার্জসহ)।

পরীক্ষা পদ্ধতি
বহুনির্বাচনী প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের পরীক্ষায় মোট ৮০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে, সময় এক ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান ১.২৫। প্রতিটি ভুল উত্তরের ০.২০ করে নম্বর কাটা হবে। অর্থাৎ পাঁচটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। পরীক্ষায় নূন্যতম পাস নম্বর ৪০।

মানবণ্টন
বাণিজ্য ও অ-বাণিজ্য গ্রুপের শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন বিষয়সমূহের ওপর ভর্তি পরীক্ষায় প্রশ্ন করা হবে। বাণিজ্য গ্রুপের জন্য থাকবে (ক) বাংলা- ১৫, (খ) ইংরেজি- ২৫, (গ) ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা- ৩০ এবং (ঘ) হিসাববিজ্ঞান- ৩০। অ-বাণিজ্য গ্রুপের জন্য থাকবে (ক) বাংলা- ৩০, (খ) ইংরেজি- ৩৫ এবং সাধারণ জ্ঞান- ৩৫ নম্বর।

শর্তসমূহ
ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-তে ভর্তির জন্য ইংরেজিতে বাণিজ্য গ্রুপের পরীক্ষার্থীদের এমসিকিউ পরীক্ষায় মোট ২৫ নম্বর এর ৪০ শতাংশ অর্থাৎ ন্যূনতম ১০ নম্বর এবং অ-বাণিজ্য গ্রুপের পরীক্ষার্থীদের ৩৫ নম্বর এর ৪০ শতাংশ অর্থাৎ ন্যূনতম ১৪ নম্বর পেতে হবে।

কোন বিভাগে কত আসন
(ক) হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগে আসন রয়েছে ১১০টি। এরমধ্যে বাণিজ্য গ্রুপের জন্য ১০০টি, বিজ্ঞান সাতটি এবং মানবিক তিনটি। (খ) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে আসন রয়েছে ৮০টি। এরমধ্যে বাণিজ্য ৬০টি, বিজ্ঞান ১৭টি এবং মানবিক তিনটি। (গ) মার্কেটিং বিভাগে আসন রয়েছে ১১০টি। এরমধ্যে বাণিজ্য ৭০, বিজ্ঞান ৩৫ এবং মানবিক পাঁচটি। (ঘ) ফাইন্যান্স বিভাগে আসন রয়েছে ৮০টি। এরমধ্যে বাণিজ্য ৬০, বিজ্ঞান ১৭ এবং মানবিক ৩টি। (ঙ) ব্যাংকিং ও ইনস্যুরেন্স আসন রয়েছে ৬০টি। এরমধ্যে বাণিজ্য গ্রুপের ৪০টি, বিজ্ঞান ১৮টি এবং মানবিক ২টি। (চ) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে আসন রয়েছে ৩০টি। এরমধ্যে বাণিজ্য গ্রুপ ২৫, বিজ্ঞান ৪ এবং মানবিক একটি আসন। (ছ) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউড (আইবিএ) মোট আসন রয়েছে ৫০টি। এরমধ্যে বাণিজ্য গ্রুপের জন্য ২৫টি, বিজ্ঞান ২০ এবং মানবিক পাঁচটি আসন।

কবে কখন পরীক্ষা
আগামী ৩১ মে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চারটি শিফটে (গ্রুপ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফটের (গ্রুপ-১) পরীক্ষা সকাল ৯টায় শুরু হয়ে শেষ হবে সকাল ১০টায়। দ্বিতীয় শিফট (গ্রুপ-২) শুরু বেলা ১১টা শেষ ১২ টায়, তৃতীয় শিফটের (গ্রুপ-৩) দুপুর ১টায় শুরু হয়ে শেষ হবে ২ টায় এবং চতুর্থ শিফট (গ্রুপ-৪) বিকেল সাড়ে ৩টায় শুরু হয়ে শেষ হবে সাড়ে ৪টায়।

মেধাতালিকা
এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ওপর কোনো মার্কস নেই। মোট ১০০ নম্বরের পরীক্ষায় যারা বেশি মার্কস পাবে তারাই মেধা তালিকায় এগিয়ে থাকবে। চার শিফটের (গ্রুপ) আলাদা আলাদা মেধা তালিকা প্রস্তুত করা হবে। এছাড়া ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ