February 7, 2025, 7:36 am

রাবির ওয়েবসাইট ডাউন, ফলাফল পেতে ভোগান্তি

রাবি প্রতিনিধি :
রাবির ওয়েবসাইট ডাউন, ফলাফল পেতে ভোগান্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফলাফল। তবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট ডাউন থাকায় ফলাফল পেতে ভোগান্তির শিকার হচ্ছেন ভর্তিচ্ছুরা।

সোমবার (৫ জুন) দুপুরে ফল প্রকাশের পর থেকেই অতিরিক্ত হিটে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ডাউন হয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত অফিশিয়াল ওয়েবসাইট admission.ru.ac.bd পেজে প্রবেশ করার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন ফলাফল প্রত্যাশীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংশ্লিষ্ট বিভিন্ন পাবলিক গ্রুপে ভর্তিচ্ছুরা ফলাফল পেতে ভোগান্তির কথা জানিয়েছেন। অনেকের অভিযোগ, একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ও ফলাফল প্রকাশ করেছে; সেখানে এমন বিড়ম্বনায় পড়তে হয়নি। আবার, কেউ কেউ বলছেন, বিশ্ববিদ্যালয় চাইলেই পিডিএফ আকারে ফলাফল প্রকাশ করতে পারতো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্লা বলেন, টেকনিক্যাল বিষয়টি আমাদেরকে বুঝতে দিন। রেলওয়ের সার্ভারে সকাল ৮টার দিকে কি ঢুকা যায়? দেড় লাখ মানুষ সবাই এখানে হিট করছে; কোনো সার্ভারই এমন সময়ে সাপোর্ট দিতে পারবে না। কয়েক ঘণ্টা যাক এমনিতেই সব ঠিক হয়ে যাবে।

শুধু এ বছরই নয়, গত বছর রাবির ভর্তি পরীক্ষার ফলাফল দেখতে বিড়ম্বনায় পড়েন ভর্তিচ্ছুরা। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের তৎকালীন পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম ওয়েবসাইট উন্নয়ন প্রসঙ্গে বলেছিলন, আমরা ইতোমধ্যেই উদ্যোগ নিয়েছি। উচ্চ ক্ষমতাসম্পন্ন দুটো সার্ভার আমাদের আইসিটি সেন্টারে অলরেডি চলে এসেছে। শুধু এডমিশন টেস্টের জন্যই আমরা এগুলো ব্যবহার করবো। আগামী বছর থেকে (২০২৩) ওয়েবসাইট সংক্রান্ত সমস্যা আশা করি আর থাকবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ