নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাপস চন্দ্র (৪৭) নামে এক সাবেক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে রবিবার সন্ধ্যায় উপজেলার পারইল বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তাপস চন্দ্র পারইল নমপাড়া গ্রামের মৃত ব্রজেশ^র চন্দ্রের ছেলে এবং পারইল ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য (মেম্বার)।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সে এলাকায় মাদক ব্যবসা করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় পারইল বাজারে পুলিশ অভিযান চালায়। অভিযানে বাজার থেকে তাপসকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এদিন রাতেই থানায় তাপসের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে।