February 9, 2025, 7:03 am

রাণীনগরে আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, চোরাই অটো টমটম উদ্ধার

নওগা প্রতিনিধি :
রাণীনগরে আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, চোরাই অটো টমটম উদ্ধার

নওগাঁর রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় চোরাই একটি ব্যাটারি চালিত অটো টমটম উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোর রাতে নওগাঁ সদর ও চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় গ্রেফতার ৫ জনকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁ সদর উপজেলার বনানীপাড়া এলাকার মাহাতাব হোসেনের ছেলে সুমন হোসেন (২২), সাইদুল ইসলামের ছেলে মো: রাহাদ (২৪), চকদেব নুনিয়াপাড়ার জাহিদুলের ছেলে মো: রনি (২৪) ও চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১নং কলোনীপাড়ার মৃত লিয়াকত আলীর ছেলে শরিফুল ইসলাম (৩৮), রেহেইচর এলাকার মৃত রমজান আলীর ছেলে শামীম আহম্মেদ (৩০)।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সোমবার দুপুরে মোতালেব হোসেন নামে এক অটো চার্জার গাড়ি চালকের একটি ব্যাটারি চালিত টমটম উপজেলার তজের মোড় এলাকায় পাকা রাস্তার উপর থেকে চুরি যায়। ওই চুরির ঘটনায় মোতালেব হোসেন বাদি হয়ে রাণীনগর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকালে তথ্য প্রযুক্তির ব্যবহারে ও গোপনে সংবাদের ভিক্তিতে নওগাঁ সদর উপজেলা এলাকা থেকে তিনজনকে এবং চাপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। এরপর গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য মোতাবেক চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকার মা-বাবার দোয়া অটো পাট্স নামক দোকান থেকে চোরাই টমটমটি উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ