February 6, 2025, 12:59 pm

রাজশাহী মহানগর বিএনপি’র পদযাত্রা

হুমায়ুন কবীর,স্টাফ রিপোর্টার :
রাজশাহী মহানগর বিএনপি’র পদযাত্রা

বিএনপি কেন্দ্রীয় ঘোষনা অনুযায়ী রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে পদযাত্রা কর্মসূচী পালিত হয়। রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে দেশব্যাপি বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দূর্নীতির প্রতিবাদে এই কর্মসূচী পালিত হয়।

এ লক্ষে মঙ্গলবার বিকেল ৪টায় রাজশাহীর ঐতিহাসিক ভূবন পার্কে নেতাকর্মীরা জমায়েত হন। সেখানে সমাবেশ করেন। সমাবেশে সভাপতিত্ব করে বিএনপি মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, বিএনপি জাতীয় নির্বাহী নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান সদস্য এডভোকেট তোফাজ্জল হোসেন তপু ও রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন-অর-রশিদ।

উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, জয়নাল আবেদিন শিবলী, শফিকুল ইসলাম শাফিক, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাবেক আহ্বায়ক ও যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল কাদের বকুল, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি ও জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষকদলের সাবেক আহবায়ক আল-আমিন সরকার টিটু, মহানগর কৃষকদলের আহবায়ক শামীম আহমেদ, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদুর রহমান লিটন, সিনিয়র যুগ্ম আহবায়ক আরফিন কনক, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মীর তারেক ও সদস্য সচিব আসাদুজ্জামান জনি।

এছাড়াও রাজশাহী মহানগর শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম পাখি ও সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রোকসানা আক্তার টুকটুকি, মহানগর মহিলা দলের সহ-সভাপতি মনোয়ারা, যুুগ্ম সাধার সম্পাদক জরিনা, আইন বিষয়ক সম্পাদক সিফাত আরা জেরিন, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মর্ত্তুযা ফামিন, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি, সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সৌরভ, রাবি ছাত্রদলের আহবায়ক সুলতান আহমেদ রাহি ও সদস্য সচিব সানিনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ। বক্তব্য শেষে নেতৃবৃন্দ পদযাত্রা শুরু করেন। তারা ভূবনমোহন পার্ক এর সামনে থেকে পদযাত্রা শুরু করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর হাসপাতালের মোড়ে এসে শেষ করেন।

প্রধান অতিথিসহ উপস্থিত নেতৃবৃন্দ বলেন, এই সরকার অন্যান্য প্রকল্পের ন্যায় বিদ্যুতের টাকা লোপাট করে বিদেশে পাচার করেছে। এজন্য তারা আর কয়লা ক্রয়ের টাকা পাচ্ছেনা। ফলে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে। অত্যাধিক লোডমেডিংএ জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার উৎপাদন ব্যহত হচ্ছে। শ্রমিকরা বেকার হয়ে পরছে। ফলে মূল্য বাড়ছে সকল পন্যের। যার প্রভাত পড়ছে জনগণের উপরে। তারা এই দুর্নীতিবাজ সরকারের দ্রুত পদত্যাগ দাবী করেন। সেইসাথে বিএনপি ঘোষিত দশ দফা বাস্তবায়নে সবাইকে রাজপথে থাকার আহ্বান জানান তারা। এছাড়াও তারা বেগম জেয়ার আশুরোগমুক্তি কামনা করেন। বক্তব্য শেষে তারা পদযাত্রা শুরু করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ